গ্রাহকদের বিনামূল্যে ওয়াই-ফাই পরিষেবা দিতে গোটা দেশে বেশ কয়েকটি জায়গায় ওয়াই ফাই স্পট তৈরি করতে চলেছে জিও৷
লঞ্চ হওয়ার পর থেকেই গ্রাহকদের জন্য একের পর এক নতুন চমক নিয়ে এসেছে রিল্যায়েন্স জিও৷ এবার গ্রাহকদের জন্য জিও মেগা প্ল্যান নিয়ে আসতে চলেছে রিল্যায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানি৷
সূত্রের খবর, গ্রাহকদের বিনামূল্যে ওয়াই-ফাই পরিষেবা দিতে গোটা দেশে বেশ কয়েকটি জায়গায় ওয়াই ফাই স্পট তৈরি করতে চলেছে জিও৷ এর সাহায্যে জিও গ্রাহকের পাশাপাশি অন্য গ্রাহকরাও এই পরিষেবার সুবিধা পেতে পারবেন৷ তবে জিও-র গ্রাহকরা ওই স্পটগুলিতে পৌঁছলেই আপনা আপনিই কানেক্টেড হয়ে যাবে৷ অন্য গ্রাহকদের ওয়ান টাইম পাসওয়ার্ড দিতে হবে৷
জানা গিয়েছে, স্কুল, কলেজ রেল স্টেশন, শপিং মল বাস স্টেশন ও কলেজগুলিকে ওয়াই ফাই জোন হিসেবে তৈরি করার পরিকল্পনা রয়েছে আম্বানির৷
লঞ্চ করার পর কেটেছে মাত্র কয়েকমাস৷ আর এর মধ্যেই রিলায়েন্স জিও ভারতের ইন্টারনেট পরিষেবা ও টেলিকম দুনিয়ায় বিপ্লব এনেছে জিও৷ ইতিমধ্যেই ওয়েলকাম অফারের মাধ্যমে বাকি টেলিকম সংস্থাগুলিকে অনেক পিছনে ফেলে দিয়েছে রিল্যায়েন্স ৷ ৫ সেপ্টেম্বর লঞ্চ হওয়ার পর প্রথম তিনমাসের জন্য গ্রাহকদের সম্পূর্ণ বিনামূল্যে ফোর জি ইন্টারনেট পরিষেবা ও ভয়েস কলের সুবিধা দেওয়ার কথা ঘোষণা করে টেলিকমের দুনিয়ায় বিপ্লব ঘোষণা করে জিও৷ এরপরই স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে জিও কানেকশন নেওয়ার হুড়োহুড়ি পড়ে যায়৷
মানুষের মধ্যে জিও নিয়ে উৎসাহ দেখে ওয়েলকাম অফারের মেয়াদ ৩১ ডিসেম্বর থেকে বাড়িয়ে করা হয়েছে ৩১ মার্চ পর্যন্ত৷ গ্রাহক টানতে ফ্রি ওয়াই ফাই পরিষেবা নিয়ে আসতে চলেছে রিল্যায়েন্স জিও৷
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.