Reliance Jio দিওয়ালির সময় তাদের ব্রডব্যান্ড পরিষেবা নিয়ে আসবে, Rs. 500 তে পাওয়া যাবে 100GB ডাটা

Updated on 30-May-2017
HIGHLIGHTS

সম্প্রতি কোম্পানি তাদের টুইটার হ্যান্ডেল থেকে জানিয়েছিল যে JioFiber Preview অফার দেশের 6টি শহরে শুরু হয়ে গেছে

খবর পাওয়া গেছে যে Reliance Jio দিওয়ালির সময় তাদের ব্রডব্যান্ড পরিষেবা JioFiber পরিষেবা নিয়ে আসবে। কোম্পানি এর জন্য Rs. 500 প্ল্যানে 100GB’র ডাটা দেবে।

ইকনমিক টাইমসের রিপোর্ট অনুসারে, Reliance Jio তাদের এই পরিষেবা ফ্রি ট্রল যা JioFiber Preview  নামে পরিচিত, সেই পরিষেবাকে জুনের পরে আরও কিছু শহরে শুরু করা হবে। সেপ্টেম্বর বা অক্টোবরে এই পরিষেবাটিকে অফিসিয়ালি নিয়ে আসা হবে।

তবে এর আগে জিওর এই পরিষেবাটি নিয়ে বিভিন্ন ধরনের খবর সামনে এসেছে। সম্প্রতি কোম্পানি তাদের নিজস্ব টুইটার হ্যান্ডেল থেকে জানিয়েছিল যে JioFiber Preview অফার দেশের 6 টি শহরে শুরু করে দেওয়া হয়েছে। আপাতত জিওর এই পরিষেবাটি মুম্বাই, দিল্লি-এনসিয়ার, আহমেদাবাদ, জামনগর, সুরাট আর বরদায় আনা হয়েছে।

এর সঙ্গে Jio’র টুইটার অ্যাকাউন্ট থেকে জানা গেছে যে, কোম্পানি তাদের এই পরিষেবাটিকে অন্যান্যা শহরে শুরু করতে চলেছে। এই রিপর্ট অনুসারে কোম্পানি 100GB’র ফ্রি ডাটা 100Mbps স্পিডের সঙ্গে 90 দিনের জন্য দেবে। তবে এই পরিষেবার ব্যবহার করতে হলে ইউজার্সদের রিফান্ডেবেল অ্যামাউন্ট Rs. 4500 দিতে হবে।

সোর্সঃ

Connect On :