রিলায়েন্স জিও তাদের 4G পরিষেবা অফিসিয়ালি সেপ্টেম্বর 2016 তে প্রথম এনেছিল. তখন থেকেই সব জায়গায় জিওর চর্চা চলছে, জিও তাদের অদ্ভুদ বিজনেস মডেলে মাত্র 6 মাসের মধ্যে নিজেদের সঙ্গে কোটি কোটি ইউজার্স জুড়ে ফেলেছে.
এবার জিও 4G স্পিডের ক্ষেত্রে বাজারে উপস্থিত অন্যান্য টেলিকম কোম্পানিকে হারিয়ে দিয়েছে. মার্চ মাসে জিওর 4G স্পিড সব থেকে বেশি. এবার ট্রাই এর সাম্প্রতিক ডাটা অনুসারে, জিও অন্যান্য কোম্পানিকে হারিয়ে দিয়ে স্পিডের ক্ষেত্রে মার্চ মাসে সবার প্রথমে আছে.
আরো দেখুন: Xiaomi Mi 6 11টি রঙে সেলের জন্য পাওয়া যাবে?
ট্রাইয়ের এই ডাটা তাদের মাইস্পিড অ্যাপের মাধ্যমে যোগার করেছে. রিলায়েন্স জিওর অ্যাভারেজ ডাউনলোড স্পিড 16.48Mbps, যা অন্যান্য টেলিকম কোম্পানির তুলনায় দ্বিগুন. এয়ারটেল আর আইডিয়ার 4G ডাউনলোড স্পিড যথাক্রমে: 10.439Mbps আর 12.029Mbps. এই দুটি কোম্পানির স্পিড ফেব্রুয়ারির থেকেও কমে গেছে.
মার্চ মাসে ভোডাফোনের 4G ডাউনলোড স্পিড 7.933Mbps, ফেব্রুয়ারিতে এর স্পিড ছিল 8.337Mbps.
আরো দেখুন: Samsung Galaxy J3 2017 অ্যান্ড্রয়েড নৌগাটের সঙ্গে দেখা গেছে
আরো দেখুন: Samsung Galaxy S6 Edge ভারতে অ্যান্ড্রয়েড নৌগাট আপডেটে পাওয়া যাচ্ছে