Jio র ফ্রি পরিষেবা TDSAT বন্ধ করতে অস্বীকার করেছে
৩১ মার্চ ২০১৭ পর্যন্ত রিলায়েন্স জিও গ্রাহকরা ৪জি ডাটা এবং আনলিমিটেড কল ছারাও অ্যাপের সুবিধাও পাচ্ছে।
টেলিকম ডিসপুটস সেটেলমেন্ট এবং অ্যাপিলেট ট্রাইবুনাল (TDSAT) রিলায়েন্স জিও(Reliance Jio) র ফ্রি পরিষেবা র ওপর নিশেধ জারি করাতে আপত্তি জানিয়েছে। TDSAT এবার নিজেদের একটি নতুন আদেশে TRAI এর এই মামলার ব্যাপারে আবার তদন্ত করতে বলেছে।
এই নতুন আদেশ এর পরে এটা সুনিশ্চিত হয়েছে যে, আপাতত জিওর গ্রাহকরা কোম্পানির ফ্রি পরিষেবার সুবিধা পাবে। যদিও 31 মার্চ 2017 পর্যন্ত রিলায়েন্স জিও Reliance Jio) গ্রাহকদের ফ্রি 4G ডাটা এবং আনলিমিটেড কলের সঙ্গে জিও অ্যাপের সুবিধাও পাবে।
আরও দেখুন : সাওমি রেডমি 3S আজ হবে বিক্রয় জন্য উপলব্ধ
এটা বলে দেওয়া ভাল যে এই আবেদনটি ভারতী এয়ারটেল (Airtel) ও আইডিয়া সেলুলার (Idea) করেছিল, এরা ট্রাইবুনালের কাছে দাবী করেছিল যে, তারা রিলায়েন্স জিও (Reliance Jio)কে তাদের সমস্ত ফ্রি পরিষেবা বন্ধ করার নির্দেশ দেয়।
31 জানুয়ারি 2017 এ ট্রাই বলেছিল যে রিলায়েন্স জিওর ফ্রি পরিষেবা প্রচার পরিষেবার রেগুলেটরি নির্দেশিকার উলঙ্ঘন করেনা। ট্রাই বলেছে যে, রিলায়েন্স জিওর হ্যাপি নিউ ইয়ার অফার Jio Happy New Year Offer) কোম্পানির ওয়েলকাম অফারের এক্সটেনশন হিসাবে গ্রহণ করা হবে না। এটি একটি নতুন অফার।
আরও দেখুন : সাওমি রেডমি 3S আজ হবে বিক্রয় জন্য উপলব্ধ
আরও দেখুন : সাওমি রেডমি 3S আজ হবে বিক্রয় জন্য উপলব্ধ
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile