রিলায়েন্স জিওর 555 টাকার প্ল্যানে 444 টাকার প্ল্যানের থেকে কোথায় আলাদা?
555 টাকার প্ল্যানে 3,000 টি নন জিও ভয়েস মিনিট পাওয়া যাচ্ছে
দুটি প্ল্যানই 84 দিনের জন্য বৈধ
সম্প্রতি রিলায়েন্স জিও তাদের অল ইন ওয়ান প্ল্যান নিয়ে এসেছে আর এই প্ল্যানের প্রিমিয়াম প্ল্যান 555 টাকার। আর এই প্ল্যানটি 84 দিনের জন্য বৈধ। 555 টাকার অল ইন ওয়ান প্রিপেড প্ল্যান অনেকটা 444 টাকার প্ল্যানের সঙ্গে মিলে যায় তবে এই প্ল্যানে আছে 3,000 টি নন জিও প্ল্যানের সুবিধা। আর আপনাদের জানিয়ে রাখি যে অল ইন ওয়ান প্রিপেড প্ল্যানে প্রতিদিন 2GB ডাটা, আনলিমিটেড জিও টু জিও ভয়েস কল, প্রতিদিনের 100টি SMS আর নন জিও নাম্বারে সব মিলিয়ে মোট 1,000 মিনিটের। আর আমরা যদি 555 টাকার এই প্ল্যানের বিষয়ে দেখি তবে এতে নন জিও ভয়েস কল 3,000 মিনিটের পাওয়া যাচ্ছে। আর কোম্পানি মোট চারটি অল ইন ওয়না প্ল্যান নিয়ে এসেছে।
আমরা প্রথমে 222 টাকার প্ল্যানটি দেখি তবে এই প্ল্যানে প্রতিদিন 2GB ডাটা আছে আর জিওর নাম্বারে আনলিমিটেড ভয়েস কলের সঙ্গে আছে 1,000 মিনিটের নন জিও কল। আর এই প্ল্যানে মোট 56GB ডাটা অফার করা হয়েছে। প্ল্যানটি 28 দিনের জন্য বৈধ।
আর এবার যদি আমরা 333 টাকার প্ল্যান দেখি তবে এতে 2GB ডেলি ডাটার সঙ্গে আছে 56 দিনের বৈধতা আর এটি আনলিমিটেড ভয়েস কল আর অন্যান্য নাম্বমারের জন্য 1000 মিনিটের কল দিচ্ছে।
অল ইন ওয়ানের পরের 444 টাকার প্ল্যানের বৈধতা 84 দিনের। আর এই প্ল্যানে গ্রাহকরা 2GB ডেলি ডাটা পাচ্ছে আর এর সঙ্গে আছে আনলিমিটেড ভয়েস কল আর অন্যান্য নাম্বারের জন্য 1000 মিনিটের কল।
555 টাকার আর 444 টাকার অল ইন ওয়ান প্ল্যানে 84 দিনের বৈধতা পাওয়া যাচ্ছে আর এতে মোট 168GB ডাটা, আনলিমিটেড জিও টু জিও কল আর প্রতিদিন 100টি SMS আছে। আর এর সঙ্গে 555 টাকার প্ল্যানে আছে 3000 নন জিও কল আর সঙ্গে সেখানে 444 টাকার প্ল্যানে আছে মাত্র 1000 নন জিও ভয়েস কল।
রিলায়েন্স জিও কখনও তাদের প্রিপেড প্ল্যানে নিয়ে এসেছে আর এর মধ্যে তারা তাদের গ্রাহকদের কথা মাথায় রেখেই কাজ করার চেস্টা করে। আর নতুন 448 টাকার আর 444 টাকার প্ল্যানে আছে প্রতিদিন 2GB ডাটা, আনলিমিটেড জিও টু জিও কল আর এটি 84 দিনের বৈধতা যুক্ত।