মুকেশ আম্বানির কোম্পানি Reliance Jio নতুন বছর 2025 এ তার পোর্টফলিওতে নতুন রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে। রিলায়েন্স জিওর নতুন রিচার্জ প্ল্যানের দাম 2025 টাকা। এতে কোম্পানি 200 দিনের ভ্যালিডিটির পাশাপাশি 500 জিবি ডেটাও অফার করছে। তবে বলে দি যে এই অফারটি সীমিত সময়ের জন্য আনা হয়েছিল।
রিলায়েন্স জিও তার গ্রাহকদের চাহিদা মাথায় রেখে New Year Welcome Plan 2025 চালু করেছিল। তবে এই অফারটি 11 জানুয়ারি পর্যন্ত পাওয়া যাবে। এমন সময় আপনি যদি দীর্ঘ ভ্যালিডিটি রিচার্জ প্ল্যান চাইছেন তবে এটাই সুযোগ। আসুন জেনে নেওয়া যাক এই রিচার্জ প্ল্যানে কী কী সুবিধা পাওয়া যাবে।
জিও গ্রাহকরা এই রিচার্জ প্ল্যানে 200 দিনের ভ্যালিডিটি পাবেন। সাথে মিলবে আনলিমিটেড কলিং এবং আনলিমিটেড 5G ডেটা। তবে যেই ইউজারদের কাছে 4G কানেকশন আছে, তারা প্রতিদিন 2.5 জিবি ডেটা পাবেন। পুরো ভ্যালিডিটিতে গ্রাহকরা মোট 500 জিবি ডেটা পাবেন। এছাড়া কোম্পানি এতে 100 SMS প্রতিদিন দিচ্ছে।
এখানেই শেষ নয়, ডেটা এবং কলিং এর পাশাপাশি, জিও নিউ ইয়ার ওয়েলকম প্ল্যানে বিভিন্ন কুপনও দেওয়া হবে। গ্রাহকরা এতে 500 টাকা Ajio কুপন পাবেন। সাথে Swiggy থেকে 499 টাকা বা তার চেয়ে বেশি টাকার অর্ডারে 150 টাকার ভাউচারও পাওয়া যাবে। সাথে থাকছে আরও একগুচ্ছ সুবিধা।