digit zero1 awards

জিও-র সস্তা প্ল্যান, মাত্র 125 টাকায় এক মাসের জন্য আনলিমিটেড কলিং এবং হাই-স্পিড ডেটা

জিও-র সস্তা প্ল্যান, মাত্র 125 টাকায় এক মাসের জন্য আনলিমিটেড কলিং এবং হাই-স্পিড ডেটা
HIGHLIGHTS

জিওর 125 টাকার প্ল্যানের বৈধতা 28 দিন। এই প্ল্যানে প্রতিদিন 0.5 জিবি ডেটা পাওয়া যায়

JioPhone গ্রাহকদের জন্য দুটি এমন প্রিপেইড প্ল্যান রয়েছে যার দাম 75 টাকা এবং 125 টাকার

Jio Phone প্ল্যানে মোট 14 জিবি ডেটা সুবিধা পাবেন। প্রতিদিন প্রাপ্ত ডেটা শেষ হওয়ার পরে স্পিড কমে 64Kbps হয় যাবে

Reliance Jio-র কাছে এমন অনেক প্ল্যান রয়েছে যা 150 টাকারও কম দামে পাওয়া যায়। এর পাশাপাশি সংস্থার কাছে বিশেষত JioPhone গ্রাহকদের জন্য দুটি এমন প্রিপেইড প্ল্যান রয়েছে যার দাম 75 টাকা এবং 125 টাকার। এই দুটি প্ল্যানের বৈধতা 28 দিন। আমরা আপনাদের বলব Jio-র 125 টাকার পিপেইড প্ল্যান সম্পর্কে সমস্ত কিছু…

125 টাকার Jio Phone প্ল্যান

জিওর 125 টাকার প্ল্যানের বৈধতা 28 দিন। এই প্ল্যানে প্রতিদিন 0.5 জিবি ডেটা পাওয়া যায়। অর্থাৎ গ্রাহকরা এই প্ল্যানে মোট 14 জিবি ডেটা সুবিধা পাবেন। প্রতিদিন প্রাপ্ত ডেটা শেষ হওয়ার পরে স্পিড কমে 64Kbps হয় যাবে।

Jio-র এই রিচার্জ প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা পাওয়া যাবে। এগুলি ছাড়াও সংস্থাটি এই প্ল্যানে মোট 300 SMS দিচ্ছে। বিশেষ জিনিস হল 150 টাকারও কম রিচার্জ প্যাকের সাথে জিও অ্যাপসের সাবস্ক্রিপশন বিনামূল্যে দেওয়া হয়। অর্থাৎ গ্রাহকরা কোনও অতিরিক্ত চার্জ ছাড়াই Jio সিনেমা, Jio টিভি এবং Jio মিউজিক সহ অন্যান্য Jio অ্যাপের অ্যাক্সেস করতে পারবেন।

এছাড়াও জিও ফোনের জন্য সংস্থা 185, টাকা, 155 টাকা এবং 75 টাকার প্ল্যান দেয়। এই সমস্ত প্ল্যানের বৈধতা 28 দিন এবং আনলিমিটেড কলিং সুবিধা দেওয়া হয়। Jio তরফে এই প্ল্যান তখনই কাজ করবে যখন Jio সিম JioPhone-এ থাকবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo