Jio Republic Day Offer: জিও এর রিপাবলিক ডে ধামাকা অফার, 365 দিনের বার্ষিক প্ল্যানে মিলবে 3650 টাকা পর্যন্ত সুবিধা

Jio Republic Day Offer: দেশের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও তার গ্রাহকদের প্রজাতন্ত্র দিবসের উপলক্ষে নতুন অফার দিচ্ছে। আপনি যদি জিও গ্রাহক হন তবে, রিপাবলিক ডে অফার পাওয়ার সুযোগ রয়েছে। জিও এর এই অফারটি 365 দিনের বার্ষিক রিচার্জ প্ল্যানে দেওয়া হয়েছে।
জিও এর কাছে তার গ্রাহকদের জন্য একাধিক প্ল্যান রয়েছে। কোম্পানির পোর্টফলিওতে 365 দিনের ভ্যালিডিটি সহ দুটি রিচার্জ প্ল্যান রয়েছে, যার দাম 3999 টাকা এবং 3599 টাকা। জিও তার 3599 টাকার বার্ষিক রিচার্জ প্ল্যানে রিপাবলিক অফার দিচ্ছে।
Jio 3599 টাকার রিচার্জ প্ল্যান

রিলায়েন্স জিওর এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা পুরো এক বছর অর্থাৎ 365 দিনের ভ্যালিডিটি পাবেন। প্ল্যানে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং সুবিধা পাওয়া যাবে। ফ্রি কলিংয়ের সাথে থাকবে ফ্রি 100 SMS প্রতিদিন।
যেই গ্রাহকরা বেশি ডেটা ব্যবহার করেন, তাদের জন্য এটি সেরা বিকল্প হতে পারে। কোম্পানি গ্রাহকদের মোট 912.5 জিবি ডেটা অফার করছে। যার মানে প্রতিদিন 2.5 জিবি হাই স্পিড ডেটা পাওয়া যাবে। এই প্ল্যান ট্রু 5জি অফার করে। অতিরিক্ত সুবিধা হিসেবে এতে জিও সিনেমা, জিও টিভি এবং জিও ক্লাউড এর ফ্রি সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে।
জিও এর রিপাবলিক ডে অফার কী
মুকেশ আম্পানির কোম্পানি জিও এর 365 দিনের প্ল্যানে 3650 টাকা পর্যন্ত সুবিধা দেওয়া হচ্ছে।
- এতে গ্রাহকদের AJIO এর 2999 টাকার মিনিমাম অর্ডারে 500 টাকার ছাড় দেওয়া হচ্ছে।
- এছাড়া Tira থেকে কেনাকাটায় 25 শতাংশ পর্যন্ত ছাড় অফার করছে কোম্পানি। এই অফারটি পেতে গ্রাহকদের কম করে 999 টাকার শপিং করতে হবে।
- গ্রাহকরা Swiggy থেকে 499 টাকার অর্ডারে 150 টাকা পর্যন্ত ছাড় পাবেন।
- কোম্পানি EaseMyTrip.com থেকে ফ্লাউট বুকিংয়ে 1500 টাকা পর্যন্ত ছাড় অফার করছে।
আরও পড়ুন: মাত্র 10 হাজার টাকায় কেনার সুযোগ, Realme 5G স্মার্টফোন একধাপে হল অনেকটা সস্তা
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile