Jio এর আরেকটি বড় ঝটকা, চুপিসারে বন্ধ করে দিল সস্তার দুটি রিচার্জ প্ল্যান

Updated on 30-Jan-2025

Reliance Jio ভারতের সবচেয়ে বড় টেলিকম অপারেটার কোম্পানি। জিও তার রিচার্জ প্ল্যান ক্যাটাগরি থেকে দুটি জনপ্রিয় রিচার্জ প্ল্যান সরিয়ে দিয়েছে। আসলে জিওর এন্ট্রি লেভেল প্ল্যান 189 টাকার আসত, যা গ্রাহকদের তার সিম এক্টিভ রাখতে অফার করা হত। 189 টাকার রিচার্জ প্ল্যানটি রিচার্জ প্ল্যানের দাম বাড়ার আগে 155 টাকায় বিক্রি হত। তবে এখন কোম্পনি এই সস্তা রিচার্জ প্ল্যানটি একেবারে সরিয়ে দিয়েছে।

শুধু তাই নয়, জিও তার 479 টাকার প্রিপেইড প্ল্যানও সরিয়ে দিয়েছে। আসুন জেনে নেওয়া যাক এই দুটি রিচার্জ প্ল্যানে কী সুবিধা পাওয়া যায়।

আরও পড়ুন: 6000mAh ব্যাটারি সহ সবচেয়ে পাতলা ফোন হতে পারে Vivo V50, ফোনের প্রথম লুক এল সামনে

Jio সরিয়ে দিল দুটি সস্তার রিচার্জ প্ল্যান

Reliance JioReliance Jio

বর্তমান সময়, টেলিকম সেক্টারে এখন ভয়েস এন্ড SMS অনলি প্ল্যান এর চাহিদা রয়েছে। ট্রাই কোম্পানির নির্দেশের পর জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া এবং বিএসএনএল কোম্পানি গ্রাহকদের জন্য ভয়েস এবং এসএমএস রিচার্জ প্ল্যান চালু করেছে। তবে এই সময় জিও চুপিসারে তার দুটি সস্তা রিচার্জ প্ল্যান সরিয়ে দিয়েছে।

জিও এর 479 টাকার রিচার্জ প্ল্যান

479 টাকার জিও প্ল্যানে কোম্পানি 84 দিনের সার্ভিস ভ্যালিডিটি দিত। এতে আনলিমিটেড ভয়েস কলিং সহ 1000 SMS এবং 6 জিবি ডেটা পাওয়া যেত। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া এর নির্দেশের পর কোম্পানি ডেটা ছাড়া কলিং এবং এসএমএস রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে।

আরও পড়ুন: 7000 টাকা সস্তায় কিনুন 100W SuperVOOC ফাস্ট চার্জিং সহ OnePlus 5G স্মার্টফোন,জানুন নতুন দাম কত

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :