রিলায়েন্স জিও তাদের ট্যারিফ প্ল্যান আপডেট করেছে আর কিছু পুরনো প্ল্যান বন্ধ করে দিয়েছে। রিলায়েন্স জিও এর আগে জুলাই মাসে তাদের ট্যারিফ প্ল্যানের আপডেট করেছিল, তখন ধন ধনা ধন নামের প্ল্যানটি 84 দিনের বৈধতা আর 399 টাকার রিচার্জ প্ল্যানের অফার দিয়েছিল। এবার আপডেটের পরে রিলায়েন্স জিওর প্রিপেড কাস্টমারদের জন্য 52 টাকা থেকে শুরু করে 4,999 টাকার নতুন ডাটা প্ল্যান নিয়ে এসেছে। আর পোস্টপেড গ্রাহকদের জন্য ডাটা প্ল্যান 309 থেকে শুরু করে 999 টাকা অব্দি।
প্রধান পরিবর্তন 309 টাকার ডাটা প্ল্যানে হয়েছে এই প্ল্যানটি বন্ধ হচ্ছে আর এর মতনই 56 দিনের জন্য আনলিমিটেড কল আর টেক্সট মেসেজের সঙ্গে প্রতিদিন 1GB 4G ডাটা দেওয়া হয়েছে। কোম্পানি তাদের 399 টাকার প্ল্যানটি আপডেট করেছে যে প্ল্যানটির ব্যবহার জিও গ্রাহকরা সবথেকে বেশি করত।
399 টাকার রিচার্জের সঙ্গে এবার 84 দিনে বদলে 70 দিনের জন্য প্রতিদিন 1GB 4G ডাটা, আনলিমিটেড ভয়েস কল আর আনলিমিটেড এসএমএস নিয়ে এসেছে। কোম্পানি এবার 459 টাকার নতুন প্ল্যান নিয়ে এসেছে, যাতে 84 দিনের জন্য 1GB 4G ডাটা, আনলিমিটেড ফ্রি ভয়েস কল আর এসএমএস এর সুবিধা পাওয়া যাচ্ছে।
.
509 টাকার প্ল্যানে রিলায়েন্স জিও 60 দিনের ভ্যালিডিটি কমিয়ে 49 দিনের করে দিয়েছে আর ইউজার্সরা প্রতিদিন 2GB ডাটা, আনলিমিটেড ভয়েস কল আর এসএমএস এর সুবিধা পাবে। 999 টাকার রিচার্জে ইউজার্সরা 90 দিনের ভ্যালিডিটি 60GB 4G ডাটা, আনলিমিটেড ভয়েস কল আর এসএমএস এর সুবিধা পাবে।
কোম্পানি 1,999 টাকার প্ল্যানের বৈধতা 120 দিন থেকে বাড়িয়ে 180 দিনের করেছে। আর 4,999 টাকার ডাটা প্ল্যানের বৈধতা 390 দিনের থেকে কমিয়ে 360 দিনের করে দিয়েছে।
অন্যান্য রিচার্জ অপশানে 52 ডাটা প্ল্যান আছে, যাতে 7 দিনের জন্য আনলিমিটেড 4G ডাটা, আনলিমিটেড ফ্রি ভয়েস কল আর 70 টি এসএমএসের সুবিধা পাওয়া যাবে। আর সেখানে 98 টাকার রিচার্জে ইউজার্সরা 14 দিনের জন্য 2.1GB আনলিমিটেড 4G ডাটা, আনলিমিটেড ভয়েস কল আর 140টি এসএমএসের সুবিধা পাবে।
149 টাকার রিচার্জে জিও ইউজার্সরা 28 দিনের জন্য 4.2GB আনলিমিটেড ডাটা, আনলিমিটেড কলিং আর 300টি এসএমএসের সুবিধা পাবে। পোস্টপেড ইউজার্সরা এবার 309 টাকা, 409 টাকা, 509 টাকা, 799 টাকা আর 999 টাকার প্ল্যানের অপশান আছে।
সম্প্রতি জিও দীপাবলিতে ধন ধনা ধনের ঘোষনা করেছিল, যেখানে 50 টাকায় 8 ভাউচার হিসাবে 399 টাকাতে 100 শতাংশর ক্যাশব্যাক নিয়ে এসছে। এতে স্পস্ট হয়ে যায় যে তারা তাদের 399 টাকার প্ল্যানের বৈধতা আর দাম বদলানোর পরিকল্পনায় আছে।
রিলায়েন্স জিওর 138 মিলিয়ান এর বেশি সক্রিয় অউজার্স আর এ থেকে নিজের প্রতিযোগীদের তুলনায় নিজেদের প্রাইম কাস্টমারদের 20 শতাংশ বেশি ডাটা দেওয়ার দাবি করেছে।