Reliance Jio Recharge Plan Hike: হু হু করে রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিল জিও, 3 জুলাই থেকে করতে হবে বেশি টাকা খরচ
Reliance Jio সম্প্রতি তার প্রিপেইড প্ল্যান বা পোস্টপেইড রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে
28 দিনের ভ্যালিডিটি সহ জিও এর সবচেয়ে সস্তা 155 টাকার প্রিপেইড রিচার্জ এখন 189 টাকার কেনা যাবে
জিও এর অনুযায়ী, রিচার্জ প্ল্যানের নতুন দাম 3 জুলাই 2024 থেকে চালু হবে
Jio Mobile Recharge Plan Hike: দেশের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও সম্প্রতি তার প্রিপেইড প্ল্যান বা পোস্টপেইড রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে। জিও এর অনুযায়ী, রিচার্জ প্ল্যানের নতুন দাম 3 জুলাই 2024 থেকে চালু হবে। 28 দিনের ভ্যালিডিটি সহ জিও এর সবচেয়ে সস্তা 155 টাকার প্রিপেইড রিচার্জ এখন 189 টাকার কেনা যাবে। একই ভাবে 28 দিনের ভ্যালিডিটি সহ 399 টাকার প্রিপেইড প্ল্যান এখন 449 টাকার হবে।
জিও এর প্রিপেইড রিচার্জের দাম বাড়ানো বেশ কয়েক মাস আগেই রিপোর্ট এসেছিল যে আগামী দিনে টেলিকম কোম্পানিরা তার মোবাইল প্ল্যানের দাম বাড়াতে পারে। জিও তার রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে।
আরও পড়ুন: Vodafone Idea (Vi) এর ধামাকা অফার! প্রিপেইড প্ল্যানে দিচ্ছে 30 জিবি অতিরিক্ত ডেটা, জানুন ডিটেল
Reliance Jio তার 19টি রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে
বর্তমান প্ল্যানের দাম | বেনিফিট (আনলিমিটেড ভয়েস এবং এসএমএস) | ভ্যালিডিটি (দিনে) | নতুন প্ল্যানের দাম | |
প্রিপেইড প্ল্যান | Rs 155 | 2GB | 28 | Rs 189 |
Rs 209 | 1GB/day | 28 | Rs 249 | |
Rs 239 | 1.5GB/day | 28 | Rs 299 | |
Rs 299 | 2GB/day | 28 | Rs 349 | |
Rs 349 | 2.5GB/day | 28 | Rs 399 | |
Rs 399 | 3GB/day | 28 | Rs 449 | |
Rs 479 | 1.5GB/day | 56 | Rs 579 | |
Rs 533 | 2GB/day | 56 | Rs 629 | |
Rs 395 | 6GB | 84 | Rs 479 | |
Rs 666 | 1.5GB/day | 84 | Rs 799 | |
Rs 719 | 2GB/day | 84 | Rs 859 | |
Rs 999 | 3GB/day | 84 | Rs 1199 | |
Rs 1559 | 24GB | 336 | Rs 1899 | |
Rs 2999 | 1.5GB/day | 365 | Rs 3599 | |
Rs 15 (ডেটা এড-অন প্ল্যান) | 1GB | বেস প্ল্যান | Rs 19 | |
Rs 25 (ডেটা এড-অন প্ল্যান) | Rs 2GB | বেস প্ল্যান | Rs 29 | |
Rs 61 (ডেটা এড-অন প্ল্যান) | Rs 6GB | বেস প্ল্যান | Rs 69 | |
পোস্টপেইড প্ল্যান | Rs 299 | 30GB | বিল সাইকাল | Rs 349 |
Rs 399 | 75GB | বিল সাইকাল | Rs 449 |
কোম্পানি তার 19টি প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে। এতে 17টি প্রিপেইড প্ল্যান এবং 2টি পোস্টপেইড প্ল্যান। এটি প্রথমবার যখন জিও তার এয়ারটেল এর আগে বাড়িয়েছে।
কত দামি হল জিও এর প্ল্যান
Media Release – Jio Introduces New Unlimited Plans
— Reliance Industries Limited (@RIL_Updates) June 27, 2024
Continues to Provide Best Value to Customers pic.twitter.com/MUng7WL4H0
রিলায়েন্স জিওর 155 টাকার প্ল্যানটি দাম বেড়ে 189 টাকা হয়ে গেছে। দ্বিতীয় প্ল্যান 209 টাকার প্ল্যানটি এখন 249 টাকায় কেনা যাবে। এই দুটি প্ল্যানে পাওয়া ডেটাতে কোম্পানি কোনো পরিবর্তন করেনি। এছাড়া 239 টাকার প্ল্যান যা আনলিমিটেড 5G ডেটা অফার করত, এখন দাম বেড়ে 299 টাকা করে দেওয়া হয়েছে। এই প্ল্যানে গ্রাহকরা 28 দিনের ভ্যালিডিটি পাবেন।
এই প্ল্যানে পাওয়া যাবে আনলিমিটেড 5G
প্ল্যানের সাথে রিলায়েন্স জিও আনলিমিটেড 5G ডেটাতেও পরিবর্তন করেছে। এখন থেকে সেই প্ল্যানে আনলিমিটেড 5G ডেটা পাওয়া যাবে, যেখানে প্রতিদিন 2GB ডেটা দেওয়া হয়ে। নতুন প্ল্যান 3 জুলাই থেকে শুরু হবে।
আরও পড়ুন: Realme C61 Price: লঞ্চের আগে প্রকাশ হল রিয়েলমি সি৬১ ফোনের দাম, 8000 টাকার কম বাজেটে কী থাকবে বিশেষ?
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile