HIGHLIGHTS
রিলায়েন্স জিও প্রিপেইড ট্যারিফ প্ল্যানগুলির দাম বেড়েছে নতুন দাম সমস্ত সার্কেলে কার্যকর হবে 1 ডিসেম্বর থেকে জিও বেসিক প্রিপেইড প্ল্যানের দাম শুরু হবে 155 টাকা থেকে রিলায়েন্স জিও (Reliance Jio) টেলিকম সংস্থা নিজেদের আনলিমিটেড প্ল্যানগুলির ট্যারিফ বাড়াতে চলেছে। গত 25 এবং 26 নভেম্বর থেকে ভোডাফোন- আইডিয়া (Vi) এবং ভারতী এয়ারটেল (Airtel) টেলিকম কোম্পানি প্রিপেইড প্ল্যানগুলির দাম 20-25% বাড়িয়েছে । এইবার একই পথ অনুসরণ করলো মুকেশ আম্বানির রিলায়েন্স জিও সংস্থা। আগামী 1 ডিসেম্বর থেকে নতুন দামেই কেনা যাবে রিলায়েন্স জিও কোম্পানির সমস্ত আনলিমিটেড প্রিপেইড প্ল্যান।
দেখে নেওয়া যাক কোন কোন জিও প্রিপেইড প্ল্যানগুলির দাম কেমন বেড়েছে-
• 75 টাকার এন্ট্রি লেভেল জিও ফোন প্রিপেইড প্ল্যান- নতুন দামঃ 91 টাকা । ভ্যালিডিটিঃ 28 দিন। বেনিফিটঃ প্রতিমাসে 3GB ডেটা, ফ্রি 50 এসএমএস, আনলিমিটেড ভয়েস কলিং।
• 129 টাকার রিলায়েন্স জিও প্রিপেইড প্ল্যান- নতুন দামঃ 155 টাকা । ভ্যালিডিটিঃ 28 দিন। বেনিফিটঃ 2GB মোট ডেটা, আনলিমিটেড কলিং, ফ্রি 300 এসএমএস।
• 149 টাকার রিলায়েন্স জিও প্রিপেইড প্ল্যান- নতুন দামঃ 179 টাকা । ভ্যালিডিটিঃ 24 দিন। বেনিফিটঃ 1GB করে ডেইলি ডেটা , আনলিমিটেড কল এবং ডেইলি ফ্রি 100 এসএমএস।
• 199 টাকার রিলায়েন্স জিও প্রিপেইড প্ল্যান- নতুন দামঃ 239 টাকা । ভ্যালিডিটিঃ 28 দিন। বেনিফিটঃ 1.5GB ডেইলি ডেটা , আনলিমিটেড কল, প্রতিদিন ফ্রি 100 এসএমএস।
• 249 টাকার রিলায়েন্স জিও প্রিপেইড প্ল্যান- নতুন দামঃ 299 টাকা । ভ্যালিডিটিঃ 28 দিন। বেনিফিটঃ 2GB করে ডেইলি ডেটা , আনলিমিটেড কল এবং ডেইলি ফ্রি 100 এসএমএস।
• 399 টাকার রিলায়েন্স জিও প্রিপেইড প্ল্যান- নতুন দামঃ 479 টাকা । ভ্যালিডিটিঃ 56 দিন। বেনিফিটঃ 1.5GB ডেইলি ডেটা , আনলিমিটেড কল, প্রতিদিন ফ্রি 100 এসএমএস।
• 444 টাকার রিলায়েন্স জিও প্রিপেইড প্ল্যান- নতুন দামঃ 533 টাকা । ভ্যালিডিটিঃ 56 দিন। বেনিফিটঃ 2GB করে ডেইলি ডেটা , আনলিমিটেড কল এবং ডেইলি ফ্রি 100 এসএমএস।
• 329 টাকার রিলায়েন্স জিও প্রিপেইড প্ল্যান- নতুন দামঃ 395 টাকা । ভ্যালিডিটিঃ 84 দিন। বেনিফিটঃ মোট 6GB ডেটা, আনলিমিটেড কলিং এবং ফ্রি মোট 1000 এসএমএস।
• 555 টাকার রিলায়েন্স জিও প্রিপেইড প্ল্যান- নতুন দামঃ 666 টাকা । ভ্যালিডিটিঃ 84 দিন। বেনিফিটঃ 1.5GB করে ডেইলি ডেটা , আনলিমিটেড কল, প্রতিদিন ফ্রি 100 এসএমএস।
• 599 টাকার রিলায়েন্স জিও প্রিপেইড প্ল্যান- নতুন দামঃ 719 টাকা । ভ্যালিডিটিঃ 84 দিন। বেনিফিটঃ 2GB করে ডেইলি ডেটা , আনলিমিটেড কল এবং ডেইলি ফ্রি 100 এসএমএস।
• 1299 টাকার রিলায়েন্স জিও প্রিপেইড প্ল্যান- নতুন দামঃ 1559 টাকা । ভ্যালিডিটিঃ 336 দিন। বেনিফিটঃ মোট 24GB ডেটা, যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলের সুবিধা এবং ফ্রি মোট 3600 এসএমএস।
• 2399 টাকার রিলায়েন্স জিও প্রিপেইড প্ল্যান- নতুন দামঃ 2879 টাকা । ভ্যালিডিটিঃ 365 দিন। বেনিফিটঃ আনলিমিটেড কলিং, 2GB করে ডেইলি ডেটা , প্রতিদিন ফ্রি 100 এসএমএস।
• 51 টাকার রিলায়েন্স জিও অ্যাড অন প্রিপেইড প্ল্যান- নতুন দামঃ 61 টাকা। ভ্যালিডিটিঃ যে আনলিমিটেড প্যাক চলছে তার সমান। বেনিফিটঃ মোট 6GB ডেটা।
• 101 টাকার রিলায়েন্স জিও অ্যাড অন প্রিপেইড প্ল্যান- নতুন দামঃ 121 টাকা। ভ্যালিডিটিঃ বর্তমান প্ল্যানের সমান। বেনিফিটঃ মোট 12GB ডেটা।
• 251 টাকার রিলায়েন্স জিও অ্যাড অন প্রিপেইড প্ল্যান- নতুন দামঃ 301 টাকা। ভ্যালিডিটিঃ 30 দিন। বেনিফিটঃ মোট 50GB ডেটা।
Latest Article
BSNL best one year prepaid plan which offer 365 days unlimited benefits
Jio এবং Airtel থেকে 1600 টাকা সস্তা BSNL এর নতুন রিচার্জ প্ল্যান, 365 নয় 425 দিন পর্যন্ত চলবে
Amazon Great Republic day sale Top 5 Deals on 55 inch Smart TV
47 হাজার টাকা পর্যন্ত সস্তায় কিনুন 55 inch Smart TV, অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলে দেদার ছাড়
Vodafone Idea New Rs 209 Plan Launched check benefits
Vodafone Idea লঞ্চ করল মাত্র 200 টাকার খরচের রিচার্জ প্ল্যান, Jio-Airtel এর ফুরিয়ে গেল দম
POCO X7 Pro 5G smartphone first sale today in india via Flipkart check price
6550mAh ব্যাটারি সহ POCO X7 Pro 5G ফোনের আজ প্রথম সেল, অফারে মিলবে 3000 টাকা সস্তায়
Poush parbon 2025 or Makar Sankranti 2025 wishes in Bengali how to send Whatsapp Facebook status images gif
Poush parbon 2025 or Makar Sankranti 2025 wishes in Bengali: আপনজনদের পাঠিয়েদিন শুভ মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির শুভেচ্ছা
Reliance Jio offer 3GB Daily Data Plan with Netflix OTT Benefits
বিনামূল্যে Netflix সাবস্ক্রিপশন সহ Jio এর সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, আনলিমিটেড কলিং সহ মিলবে প্রতিদিন 3 জিবি ডেটা
Moto G05 smartphone price under Rs 7000 First sale today in India via Flipkart
7000 টাকার কম দামের নতুন Moto ফোনের সেল শুরু, রয়েছে 50MP ক্যামেরা এবং 5200mAh ব্যাটারি
Oneplus Nord CE4 Lite price drop
Amazon Great Republic Day Sale সেল শুরু, মাত্র 8,999 টাকা থেকে শুরু হচ্ছে স্মার্টফোনের দাম, দেখে নিন টপ 5 বেস্ট ডিল
OnePlus 13R Launched in India 2025
OnePlus 13R ফোনের প্রথম সেল আজ, পুরো 5000 টাকা ছাড়ে কেনার সুযোগ
Poco X6 Neo 5G smartphone price drop 3000 rs cheap on Amazon
Amazon Great Republic Day Sale: প্রাইম মেম্বরদের জন্য রিপাবলিক ডে সেল শুরু, দুর্দান্ত ছাড়ে কিনুন POCO, Oneplus, Realme স্মার্টফোন