গত বছর ভারতে নিজেদের ধামাকা অফার নিয়ে আত্মপ্রকাশ ঘটায় রিলায়েন্স জিও। প্রথমে ২০১৬-র ৩০ ডিসেম্বর পর্যন্ত…তারপর চলতি বছর মার্চ মাসের ৩১ তারিখ পর্যন্ত বিনামূল্যে ডেটা ও ভয়েস কলের অফার দিয়ে চলেছে জিও। আর তারপর থেকে নামমাত্র টাকায় দৈনিক নেট পরিষেবা ও ভয়েস কলের সুযোগ করে দিতে চলেছে এই মোবাইল নেটওয়ার্ক সংস্থাটি।
কিন্তু ফ্রি-য়ের জমানা শেষ হওয়ার পর কী হবে? জিও ব্যবহার করতে কত টাকাই বা খরচ করতে হবে? এই প্রশ্নগুলিই ঘুরপাক খাচ্ছিল কোটি কোটি জিও গ্রাহকের মাথায়। সম্প্রতি এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। ঘোষণা করেন জিও প্রাইম মেম্বারশিপের৷
আরো দেখুন: এই ট্যাব এস৩ স্ন্যাপড্র্যাগন ৮২০ এসওচি এবং ৪ জিবি র্যামে চলে
সংস্থার তরফে জানানো হয়েছিল জিও প্রাইম মেম্বরশিপের জন্য মাত্র ৯৯ টাকা দিয়ে প্রথমে রেজিষ্ট্রেশন করতে হবে গ্রাহকদের৷ এরপর প্রতি মাসে খরচ হবে ৩০৩ টাকা করে৷ অর্থাৎ দিন প্রতি ১০ টাকা খরচ করলেই ৩১ মার্চ, ২০১৮ পর্যন্ত জিও-র ভয়েস কল থেকে শুরু করে ইন্টারনেট, মিডিয়া সার্ভিস সব আনলিমিটেড ব্যবহার করতে পারবেন গ্রাহকরা৷
কিন্তু গ্রাহকদের জন্য রয়েছে জিও তরফ থেকে রয়েছে আরও একটি ধামাকেদার অফার৷ বলা হচ্ছে জিও প্রাইম মেম্বর লাগতে আর লাগবে না ৯৯ টাকা৷ কী করতে হবে এই অফার পেতে জানেন?
*জিও প্রাইম মেম্বার হলে ২০১৮ সালের মার্চ মাস পর্যন্ত আপনি পেতে পারেন ফ্রি হ্যাপি নিউ ইয়ার অফারটি।
*৩১ মার্চের আগে ডাউনলোড করে নিন জিও মানি অ্যাপ৷
অ্যাপে রেজিস্টার করুন এবং সিকিউরিটির জন্য বানিয়ে ফেলুন নিজস্ব চার ডিজিটের পিন।
*আগেই সংস্থার তরফে জানানো হয়েছিল জিও মানি ওয়ালেট থেকে রিচার্জ করলে ৫০ টাকা ক্যাশব্যাক পেয়ে যাবন৷
*তাই ৯৯ টাকা রিচার্জ করুন ওয়ালেট থেকে ৷ দু’দিনের মধ্যেই পেয়ে যাবেন ৫০ টাকা৷ রইল বাকি আরও ৫০ টাকা ৷
*চিন্তা নেই সেই টাকা নিয়ে৷ সেটাও আপনি ফেরত পেয়ে যাবেন৷ এর জন্য ৩০৩ টাকার রিচার্জ করতে হবে৷ জিও মানি দিয়েই৷ তাহলে ৫০ টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন৷
*অথার্ৎ ক্যাশব্যাকের মাধ্যমে আপনার ৯৯ টাকা ফিরে এল৷ হিসেব মতো প্রাইম মেম্বর হয়ে গেলেন একদম বিনামূল্যে৷
*জিও প্রাইম-এর বিভিন্ন রিচার্জে ক্যাশ ব্যাকের অফার পাওয়া যাবে Paytm-এও।
আরো দেখুন: ৩১ মার্চের পর আরও কয়েক মাস ‘ফ্রি’ 4G ডেটা দেবে জিও
আরো দেখুন: মোটো G5 এর ব্লু ভেরিয়েন্ট এর ছবি হল লিক