HIGHLIGHTS
Jio টেলিকম সংস্থার প্রিপেইড প্ল্যানগুলি চরম প্রতিযোগী হয়ে উঠেছে Airtel ও Vi
রিলায়েন্স জিও 499 টাকার প্রিপেইড প্ল্যানে দিচ্ছে ডিজনি প্লাস হটস্টারের ফ্রি অ্যাক্সেস
Reliance Jio-র প্রিপেইড প্ল্যানে Free Disney+ Hotstar
আজকাল প্রতিটি প্রিপেইড ও পোস্টপেইড প্ল্যানের সাথে বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে ওটিটি সাবস্ক্রিপশন। ইউজার যেমন একদিকে ডেটাপ্যাক ও আনলিমিটেড কলের জন্য রিচারজ করাচ্ছে তেমনি এক্সট্রা বেনিফিট হিসেবে পাচ্ছে বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মের ফ্রি সাবস্ক্রিপশন। রিলায়েন্স জিও 499 টাকার প্রিপেইড প্ল্যানে দিচ্ছে ডিজনি প্লাস হটস্টারের ফ্রি অ্যাক্সেস। জিও টেলিকম সংস্থার প্রিপেইড প্ল্যানগুলি চরম প্রতিযোগী হয়ে উঠেছে Airtel ও Vi সহ অন্যান্য টেলিকম এজেন্সির। দারুণ টক্কর দিচ্ছে ওটিটি বেনিফিটসমেত বিভিন্ন প্রিপেইড প্যাকের সঙ্গে। আসুন দেখে নেওয়া যাক রিলায়েন্স জিও ওটিটি বেনিফিটসহ কি কি প্ল্যান অফার করছে-
Jio 499 টাকার প্রিপেইড প্ল্যান-
- এই প্রিপেইড প্ল্যানে পাওয়া যাচ্ছে প্রতিদিন 3GB ডেটা, মোট 28 দিনের জন্য।
- এই প্যাক দিচ্ছে মোট 6GB বোনাস 4G ডেটা।
- সেইসঙ্গে মিলছে ডিজনি প্লাস হটস্টারের সাবস্ক্রিপশন।
- এছাড়া পাওয়া যাবে বিভিন্ন জিও অ্যাপ যেমন- JioTV, Jio Cinema, Jio News, Jio Security ও JioCloud অ্যাপের ফ্রি অ্যাক্সেস।
Jio 666 টাকার প্রিপেইড প্ল্যান-
- এই জিও প্রিপেইড প্ল্যান দিচ্ছে প্রতিদিন 2GB ডেটা, মোট 56 দিনের জন্য।
- এই প্রিপেইড প্যাকে মিলবে লোকাল ও ন্যাশনাল আনলিমিটেড ভয়েস কল ফিচার।
- এছাড়া পাওয়া যাবে ডিজনি প্লাস হটস্টারের ফ্রি সাবস্ক্রিপশন।
- সেইসঙ্গে মিলবে অন্যান্য জিও অ্যাপ যেমন- Jio Cinema, Jio News, Jio Security, JioCloud অ্যাপের ফ্রি অ্যাক্সেস।
Jio 888 টাকার প্রিপেইড প্ল্যান-
- এই প্রিপেইড প্যাকে পাওয়া যাবে ডেইলি 2GB ডেটা,ভ্যালিডিটি 84 দিন।
- এই প্ল্যানে বোনাস ডেটা হিসেবে মিলবে 5GB 4G ডেটা।
- JioTV, Jio Cinema, Jio News, Jio Security ও JioCloud অ্যাপের ফ্রি অ্যাক্সেস পাওয়া যাবে।
- এছাড়া মিলবে ডিজনি প্লাস হটস্টারের ফ্রি সাবস্ক্রিপশন।
Jio 2599 টাকার প্রিপেইড প্ল্যান-
- এই রিলায়েন্স জিও প্রিপেইড প্ল্যান দেবে মোট 2GB ডেটা, এই প্ল্যানের ভ্যালিডিটি 365 দিন।
- এই প্রিপেইড প্যাকে মিলবে 10GB বোনাস 4G ডেটা।
- এই প্ল্যানে ওটিটি বেনিফিট হিসেবে রয়েছে ডিজনি প্লাস হটস্টারের ফ্রি সাবস্ক্রিপশন।
- এছাড়া রয়েছে বিভিন্ন জিও অ্যাপ যেমন JioTV, Jio Cinema, Jio News, Jio Security ও JioCloud-র ফ্রি অ্যাক্সেস।
Latest Article
- 7000mAh ব্যাটারি সহ আপকামিং Realme ফোনের দাম লিক, লঞ্চের আগে জানুন আর কী থাকবে ফিচার
- সদ্য লঞ্চ হওয়া Vivo 5G হয় গেল সস্তা, ফোনের এই 5 ফিচার জেনে অবাক হবেন
- ঘুম উড়ল Jio-Airtel-Vi এর, মাত্র 201 টাকায় BSNL দিচ্ছে 3 মাসের ভ্যালিডিটি
- লঞ্চের আগে প্রকাশ হল আপকামিং Redmi Note 14 সিরিজের দাম, জানুন কী থাকবে বিশেষ
- 9000 টাকার কম দামে মিলবে থিয়েটারের মজা, দুর্দান্ত ফিচার এবং সাউন্ড কোয়ালিটি সহ সস্তায় LED Smart TV, সবচেয়ে সস্তা 6799 টাকার
- 6000mAh ব্যাটারি সহ লঞ্চ হল Realme এর সস্তা স্মার্টফোন, জেনে নিন দাম এবং ফিচার
- OnePlus 12 5G ফোনে 10 হাজার টাকার সোজা ছাড়, কত টাকা সস্তায় কেনা যাবে জানুন
- Airtel এর এই সস্তা প্ল্যান দেখে কাঁদতে বসেছে Jio, 3 মাস পর্যন্ত আনলিমিটেড কলিং এবং একগুচ্ছ ডেটা
- Redmi A4 5G vs Samsung Galaxy A14 5G Compare: 10000 টাকার কম দামে কে দিচ্ছে বেশি ফিচার, পাল্লা ভারী কার, জেনে নিন দাম থেকে ফিচার সমস্ত কিছু
- ভারতের সবচেয়ে সস্তা 5G স্মার্টফোনের আজ প্রথম সেল, তবে কেনার আগে জেনে নিন Redmi A4 5G দাম এবং ফিচার