digit zero1 awards

Reliance Jio-র ধামাকা প্ল্যান, রয়েছে 740GB ডেটা এবং আনলিমিটেড কল

Reliance Jio-র ধামাকা প্ল্যান, রয়েছে 740GB ডেটা এবং আনলিমিটেড কল
HIGHLIGHTS

Jio-র 2,599 টাকার প্ল্যানের ভ্যালিডিটি 365 দিনের। এই রিচার্জ প্যাকে প্রতিদিন 2GB ডেটা পাওয়া যায়

Jio সিনেমা, Jio TV, Jio Music এর মতো সমস্ত Jio অ্যাপ্লিকেশনের সাবস্ক্রিপশন এই প্যাকে বিনামূল্যে পাওয়া যায়

Jio-র এই প্ল্যানে গ্রাহকরা বিনামূল্যে Disney+Hotstar এর সুবিধা নিতে পারবেন

Reliance Jio-র কাছে ২ হাজার টাকার ক্যাটাগরিতে তিনটি প্ল্যান রয়েছে। এর মধ্যে রয়েছে 2,399 টাকা, 2,599 টাকা এবং 4,999 টাকার প্ল্যান। যদি আমরা 2,399 টাকা, 2,599 টাকার প্ল্যান সম্পর্কে কথা বলি তবে এই দুটির প্ল্যানের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। 2,399 টাকার প্ল্যানে যেখানে পাওয়া যাচ্ছে 730GB হাই-স্পিড ডেটা, সেখানে 2,599 টাকার প্ল্যানে সংস্তা 10GB অতিরিক্ত ডেটা সহ মোট 740 জিবি ডেটা সরবরাহ করছে। আজ আমরা Jio-র 2,599 টাকার প্ল্যানে পাওয়া সমস্ত সুবিধা সম্পর্কে বলবো…

Jio-র 2,599 টাকার রিচার্জ প্যাক

2,599 টাকার রিলায়েন্স জিও প্ল্যানের ভ্যালিডিটি 365 দিনের। এই রিচার্জ প্যাকে প্রতিদিন 2GB ডেটা পাওয়া যায়। এছাড়াও এই প্ল্যানে 10GB অতিরিক্ত ডেটাও দেওয়া হচ্ছে। এইভাবে, আপনি জিওর এই প্ল্যানে মোট 740GB হাই-স্পিড ডেটার সুবিধা নিতে পারেন। প্রতিদিন পাওয়া ডেটা শেষ হওয়ার পরে ডেটা স্পিড কমে 64Kbps হয়ে যাবে।

এছাড়াও এই রিচার্জ প্যাকে Jio গ্রাহকদের আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা দেওয়া হচ্ছে। অর্থাৎ, সারা দেশে সমস্ত নেটওয়ার্কে লোকল এবং এসটিডি কলিং ফ্রি থাকবে। জিওর এই রিচার্জ প্ল্যানে প্রতিদিন বিনামূল্যে 100 SMS রয়েছে। Jio সিনেমা, Jio TV, Jio Music এর মতো সমস্ত Jio অ্যাপ্লিকেশনের সাবস্ক্রিপশন এই প্যাকে বিনামূল্যে পাওয়া যায়।

এর পাশাপাশি Jio-র এই প্ল্যানে গ্রাহকরা বিনামূল্যে Disney+Hotstar এর সুবিধা নিতে পারবেন। জিও রিচার্জ প্ল্যানে কোনও খরচ ছাড়াই এক বছরের জন্য Disney+Hotstar এর মেম্বরশিপ পাওয়া যাবে।

Jio মোবাইল রিচার্জ প্ল্য়ান সম্পর্কে আরও জানতে এখানে ক্লিক করুন

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo