Jio-এর নতুন প্ল্যানের দাম 749 টাকা এবং প্রতিদিন 2 জিবি ডেটা দেওয়া হচ্ছে
Jio, সম্প্রতি Happy New Year 2023 Offer এর আওতায় একটি 2023 টাকার প্ল্যান লঞ্চ করেছে
এই প্ল্যানটি বৈধতা 90 দিনের। এখানে Jio তাদের গ্রাহকদের মোট 108GB ডেটা অফার করবে
রিলায়েন্স জিও (Reliance Jio) তার গ্রাহকদের জন্য সম্প্রতি একটি নতুন প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছে। Jio-এর নতুন প্ল্যানের দাম 749 টাকা এবং প্রতিদিন 2 জিবি ডেটা দেওয়া হচ্ছে। মুকেশ আম্বানির মালিকানাধীন Jio, সম্প্রতি Happy New Year 2023 Offer এর আওতায় একটি 2023 টাকার প্ল্যান লঞ্চ করেছে। 749 টাকার প্ল্যানের কথা বলতে গেলে, এই প্ল্যানটি বিশেষভাবে সেই সমস্ত গ্রাহকদের জন্য ডিজাইন করা হয়েছে যারা তিন মাসের ভ্যালিডিটি সহ প্ল্যান খুঁজছেন। আসুন রিলায়েন্স জিওর নতুন প্ল্যান সম্পর্কে জেনে নেওয়া যাক…
Jio 749 টাকার প্রিপেইড প্ল্যান
এই প্ল্যানটি বৈধতা 90 দিনের। এখানে Jio তাদের গ্রাহকদের মোট 108GB ডেটা অফার করবে, অর্থাৎ রোজ 2GB করে ডেটা মিলবে। দৈনিক সীমা পেরিয়ে গেলেও আপনি ডেটা ব্যবহার করতে পারবেন, কিন্তু তখন স্পিড কমে যাবে, মাত্র 64 KBPS হয়ে যাবে ইন্টারনেটের স্পিড। এখানে গ্রাহকরা পেয়ে যাবেন আনলিমিটেড কল করার সুবিধা সহ রোজ 100টা করে মেসেজ পাঠানোর সুযোগ। এছাড়া বিভিন্ন Jio অ্যাপস যেমন Jio Cloud, Jio Tv, Jio Cinema, ইত্যাদির ফ্রি অ্যাকসেস তো পেয়ে যাবেনই।
অন্যদিকে যাঁরা এমন শহরে থাকেন যেখানে Jio 5G উপলব্ধ হয়ে গিয়েছে তাঁরাও এই প্ল্যান রিচার্জ করলে Jio 5G Welcome Offer এর সুবিধা পেয়ে যাবেন। যাঁরা 5G ফোন ব্যবহার করে থাকেন তাঁরা এই সুবিধা পেতেই পারেন আর দ্রুত ইন্টারনেট এর গতি পাওয়ার জন্য।
এক্ষেত্রে বলে রাখি Jio আরও একটি প্ল্যান রেখেছে গ্রাহকদের জন্য মোটামুটি একই দামে, সেখানেও রোজ 2GB করে ডেটা মিলবে। এই প্ল্যানের দাম হল 719 টাকা। এটি 84 দিনের জন্য বৈধ। এখানে মোট 168 GB ডেটা মিলবে সঙ্গে আনলিমিটেড কল এবং রোজ 100টা করে মেসেজ পাঠানোর সুবিধা তো থাকছেই। যাঁরা এই রিচার্জ করাবেন তাঁরাও পেয়ে যাবেন Jio 5G Welcome Offer ব্যবহার করার সুযোগ।
Jio -কে টক্কর দেওয়ার জন্য Airtelও একটি 719টাকার প্ল্যান এনেছে যেটা 84 দিনের জন্যই বৈধ, তবে এখানে মিলবে 1.5 GB করে ডেটা, সঙ্গে আনলিমিটেড কল এবং রোজ 100টা মেসেজ পাঠানোর সুবিধা থাকছে। এছাড়া Xtream App ব্যবহার করতে পারবেন গ্রাহকরা তাও বিনামূল্যে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.