Reliance Jio New Plan: মাত্র 148 টাকার জিও প্ল্যানে একগুচ্ছ ডেটা সহ 12 OTT বিনামূল্যে!

Updated on 05-Jan-2024
HIGHLIGHTS

Reliance Jio তার প্রিপেইড গ্রাহকদের জন্য একটি সস্তা রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে

এই প্ল্যানের বিশেষ জিনিস হল কোম্পানি এতে 12 OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন অফার করছে

এই প্রিপেইড প্ল্যানে গ্রাহকরা 10GB ডেটা পাবেন

Reliance Jio New Plan: রিলায়েন্স জিও তার প্রিপেইড গ্রাহকদের জন্য একটি সস্তা রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে। এই প্ল্যানের বিশেষ জিনিস হল কোম্পানি এতে 12 OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন অফার করছে। এই প্রিপেইড প্ল্যানে গ্রাহকরা 10GB ডেটা পাবেন। এই প্ল্যানের দাম শুনলে অবাক হবেন আপনি। এটি মাত্র 148 টাকায় (Jio 148 Prepaid Plan) কেনা যাবে।

আসুন জেনে নেওয়া যাক জিওর 150 টাকার কম দামের এই প্রিপেইড প্ল্যানে আর কী সুবিধা পাবেন।

আরও পড়ুন: Redmi Note 13 5G: 108MP ক্যামেরা এবং 12GB RAM সহ রেডমির নতুন 5G ফোন ভারতে লঞ্চ, ফিচার শুনলে অবাক হবেন

Jio-এর 148 টাকার ভাউচারের সুবিধা

জিওর 148 টাকার প্রিপেইড ভাউচারের কথা বলেল এতে 12 OTT প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এই প্ল্যানটি JioTV Premium এর সাথে আসে। মনে করিয়ে দি যে জিও টিভি প্রিমিয়াম, JioTV এর নতুন ভার্সন। জিও টিভি প্রিমিয়ামে গ্রাহকরা একাধিক ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট একই জায়গায় দেখতে পারবেন। তবে বলে দি যে 148 টাকার প্রিপেইড ভাউচার রিচার্জে গ্রাহকরা শুধু একটি লগ-ইন সুবিধা পাবেন।

Reliance Jio তার প্রিপেইড গ্রাহকদের জন্য একটি সস্তা রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে

এছাড়া গ্রাহকরা 10 জিবি ডেটা পাবেন। এই প্ল্যানে 28 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। যার মানে গ্রাাহকরা 1 মাস পর্যন্ত 12 ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট দেখতে পারবেন।

কোন কোন ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন থাকছে এই প্ল্যানে

জিওর 148 টাকার প্রিপেইড ভাউচারে যেই ওটিটি প্ল্যাটফর্মগুলি দেখা যাবে, সেগুলি হল – SonyLIV, ZEE5, JioCinema প্রিমিয়াম, Lionsgate Play, Discovery+, SunNXT, Kanchha Lanka, Planet Marathi, Chaupal, DocuBay, EPIC On এবং Hoichoi।

Jio New Prepaid plan

গ্রাহকদের জিও সিনেমা প্রিমিয়ামের জন্য একটি আলাদা কুপন দেওয়া হবে, যা তাদের My Jio অ্যাপে পাঠানো হবে। এর পরে ব্যবহারকারীরা Jio Cinema অ্যাপে এর প্রিমিয়াম সামগ্রী অ্যাক্সেস করতে সক্ষম হবেন। বাকি সব কন্টেন্ট JioTV প্রিমিয়ামে দেখা যাবে।

আরও পড়ুন: OnePlus 12 India Launch: ভারতে লঞ্চের আগেই Amazon সাইটে লাইভ হল ল্যান্ডিং পেজ, প্রকাশ হল স্পেসিফিকেশন

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :