Reliance Jio একের পর এক সুখবর নিয়ে আসছে গ্রাহকদের জন্য। অক্টোবর মাসের মধ্যে ভারতের 4টে শহরে চালু হয়ে যাবে 5G পরিষেবা এমনটাই জানালেন মুকেশ আম্বানি (Mukesh Ambani), Reliance Jio এর কর্ণধার। Reliance Jio AGM এ অর্থাৎ এই সংস্থার 45 তম বার্ষিক সাধারণ সভায় 29 আগস্ট তিনি এমনটাই জানান। এই সভায় আর কী কী বলা হয়েছে দেখে নিন।
*রিলায়েন্স জিও সংস্থা অক্টোবরের মধ্যেই 5G পরিষেবা চালু করতে চলেছে ভারতে।
*দিল্লি, মুম্বাই, চেন্নাই এবং কলকাতায় দীপাবলির আগেই অক্টোবর মাসে 5G পরিষেবা চালু হয়ে যাবে। তারপর ক্রমে তা দেশের বিভিন্ন প্রান্তে চালু করা হবে।
*2 লাখ কোটি টাকার বিনিয়োগ ঘোষণা করেছে এই সংস্থা 5G পরিষেবা চালু করার জন্য।
*Jio Qualcomm এর সঙ্গে জোট বেঁধে ভারতে 5G পরিষেবা আনতে চলেছে।
*জিও আনতে চলেছে Jio Air Fiber।
*অন্যদিকে জিও হাত মিলিয়েছে Google এর সঙ্গে, এবং তারা একত্রে আনছে Jio 5G ফোন।
*Jio Air Fiber এর কথা ঘোষণা করা হয়েছে এই মিটিংয়ে যার সাহায্যে গ্রাহকরা পাবেন এন্ড টু এন্ড ওয়্যারলেস 5G এক্সপিরিয়েন্স।
*এর সাহায্যে গ্রাহকরা কোনও তার ছাড়াই ফাইবার ছাড়াই ব্রডব্যান্ড এর মতো স্পিড পাবেন।
*Jio Air Fiber এর সাহায্যে গ্রাহকরা দুরন্ত স্পিডে ওয়্যারলেস ইন্টারনেট পরিষেবা পাবেন।
*Jio Air Fiber এর সাহায্যে গ্রাহকরা সব জায়গাতেই আল্ট্রা হাই স্পিডের ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা পাবেন।
*নতুন কম্পিউটার কেনার পর তা আপডেট করাতে হতো কিন্তু এখন Jio Air Fiber এর সাহায্যে গ্রাহকরা খরচ কমাতে পারবেন। এখন তাঁরা ভার্চুয়াল পিসি ব্যবহার করতে পারবেন। ক্লাউড থেকে এই কম্পিউটার চলবে। এমনটাই জানিয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট কিরণ থমাস। এটাকে তাঁরা বলছেন Jio Cloud PC।
*জিও 5G কোনও ভাবেই 4G এর উপর নির্ভরশীল হবে না। এটা একটি স্ট্যান্ড অ্যালন পরিষেবা হবে। তাই গ্রাহকরা পাবেন হাই স্পিড ইন্টারনেট সার্ভিস।
জিও খুব শীঘ্রই তাদের 5G ফোন লঞ্চ করতে চলেছে বলে জানা গিয়েছে। এই ফোনের দাম মধ্যবিত্তের সাধ্যের মধ্যে থাকবে বলেই জানা গিয়েছে। তবে এই ফোনের দাম কত হবে সেই বিষয়ে এখনই কিছু জানা যায়নি। এমনকি এই ফোনটা কবে লঞ্চ হবে সেই বিষয়েও কিছু জানা যায়নি।