জিও গ্রাহকদের জন্য সুখবর! লঞ্চ হল দুর্দান্ত 5 নতুন প্ল‍্যান

Updated on 12-Dec-2021
HIGHLIGHTS

রিলায়েন্স জিও নিয়ে এল 5 টি দারুন প্রিপেইড প্ল্যান

পাওয়া যাবে একবছর পর্যন্ত ভ্যালিডিটি

মিলবে ফ্রি Disney+Hotstar সাবস্ক্রিপশন

Jio ইউজারদের জন্য রয়েছে দারুণ খবর। সম্প্রতি মুকেশ আম্বানির রিলায়েন্স জিও সংস্থা গ্রাহকদের জন্য হাজির করেছে 5 টি দুর্দান্ত প্ল্যান। আসলে ডিসেম্বরের শুরুর দিক থেকে সমস্ত জিও প্রিপেইড প্ল্যানের দাম আগের থেকে বেড়েছে। মূলত নভেম্বরের শেষের দিকে এয়ারটেল, ভোডাফোন-আইডিয়া টেলিকম কোম্পানিগুলির নিজেদের প্রিপেইড প্ল্যানের ট্যারিফ বৃদ্ধি করার পথকেই অনুসরণ করেছে জিও।

Reliance Jio প্রিপেইড প্ল্যানগুলির দাম আগের তুলনায় প্রায় 500 টাকা পর্যন্ত বেড়েছে। যার ফলে অনেক ইউজারকেই নিজেদের জিও সিমকে BSNL কানেকশনে পোর্ট করানোর চিন্তা-ভাবনা করতে দেখা গিয়েছে। কেননা এখনো পর্যন্ত সরকারি টেলিকম সংস্থা BSNL বেশ সস্তায় গ্রাহকদের প্রিপেইড প্ল্যান অফার করছে।

এমন অবস্থায় Reliance Jio টেলিকম নিজের কাস্টমারদের ধরে রাখতে হাজির করেছে 5 টি নতুন প্রিপেইড প্ল্যান। এই প্রিপেইড প্ল্যানগুলির সাথে ইউজারেরা পাবেন Disney+Hotstar বেনিফিট। আগের প্ল্যানগুলির তুলনায় এই প্রিপেইড প্ল্যানগুলি আসছে বাড়তি ভ্যালিডিটির সাথে। আসুন একনজরে দেখে নিন লিস্ট-

601 টাকার প্রিপেইড প্ল্যান-

• এই রিলায়েন্স জিও প্রিপেইড প্ল্যানে ইউজারেরা পাবেন ডেইলি 3GB করে হাই-স্পিড ডেটা।

• পাওয়া যাবে যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলের বেনিফিট।

• মিলবে ডেইলি ফ্রি 100 এসএমএসের সুবিধা।

• এই 601 টাকার জিও প্রিপেইড প্ল্যানে ইউজারেরা পাবেন 6GB অ্যাডিশনাল ডেটা।

• এছাড়া পাওয়া যাবে সমস্ত জিও অ্যাপের ফ্রি অ্যাক্সেস এবং ডিজনি প্লাস হটস্টার অ্যাপের একবছরের ফ্রি সাবস্ক্রিপশন।

• এই জিও প্রিপেইড প্ল্যানের ভ্যালিডিটি রয়েছে 28 দিন। 

799 টাকার প্রিপেইড প্ল্যান-

• এই জিও প্ল্যান আসছে মোট 56 দিনের ভ্যালিডিটির সাথে।

• এই প্রিপেইড প্ল্যানে ইউজারেরা পাবেন প্রতিদিন 2GB করে ডেটা বেনিফিট।

• ভারতের যে কোনো টেলিকম নেটওয়ার্কে করা যাবে ফ্রি কল।

• আসছে ডেইলি ফ্রি এসএমএস বেনিফিটের সাথে।

• ওটিটি বেনিফিট হিসেবে পাওয়া যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপের একবছরের ফ্রি সাবস্ক্রিপশন।

1066 টাকার প্রিপেইড প্ল্যান-

• এই জিও প্রিপেইড প্ল্যানে ইউজারেরা পাবেন ডেইলি 2GB করে ডেটা।

• আসবে আনলিমিটেড কলিং বেনিফিটের সাথে।

• এই প্ল্যানে মিলবে ফ্রি এসএমএসের সুবিধা।

• এছাড়া পাওয়া অ্যাডিশনাল 5GB ডেটা।

• এই প্রিপেইড প্ল্যান আসছে মোট 84 দিনের ভ্যালিডিটির সাথে ।

• আসছে ডিজনি প্লাস হটস্টার এবং সমস্ত জিও অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশনের সাথে।

3199 টাকার প্রিপেইড প্ল্যান-

• এই রিলায়েন্স জিও প্রিপেইড প্ল্যানের ভ্যালিডিটি রয়েছে 365 দিন।

• পাওয়া যাবে আনলিমিটেড কলিং এবং ডেইলি ফ্রি এসএমএসের সুবিধা।

• এই প্ল্যানে ইউজারেরা পাবেন প্রতিদিন 2GB করে ইন্টারনেট বেনিফিট।

• এছাড়া পাওয়া যাবে সমস্ত জিও অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন।

• অ্যাডিশনাল বেনিফিট হিসেবে এই প্রিপেইড প্ল্যানের সাথে পাওয়া যাবে বাড়তি 10GB ডেটা।
• এই প্রিপেইড প্ল্যান আসছে ফ্রি Disney+Hotstar সাবস্ক্রিপশনের সাথে।

4199 টাকার প্রিপেইড প্ল্যান-

• এই প্রিপেইড প্ল্যানে জিও ইউজারেরা পাবেন ডেইলি 3GB করে ডেটা।

• প্ল্যানের ভ্যালিডিটি রয়েছে একবছর।

• এই প্ল্যানে ইউজারেরা পাবেন যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলের সুবিধা।

• এছাড়া মিলবে ডেইলি ফ্রি 100 এসএমএসের বেনিফিট।

• এই প্রিপেইড প্ল্যানে ইউজারেরা পাবেন সমস্ত জিও অ্যাপের ফ্রি অ্যাক্সেস।

Connect On :