জলের দরে ডেটা প্লান দিয়ে দেশের লোক কে মাতিয়ে দেয় রিলায়েন্স জিও। জিওর প্ল্যান ঘোষণার সঙ্গে সঙ্গেই দেশের টেলিকম বাজারে শুরু হয়ে যায় ডেটা যুদ্ধ। 'জিও ওয়েলকাম অফার'-এর ব্যাপক সাড়া মেলায়, ৩ ডিসেম্বর থেকে বাড়িয়ে সেই অফার প্ল্যানের সময়সীমা করা হয় 31 মার্চ, 2017। নাম দেওয়া হয়, 'হ্যাপি নিউ ইয়ার অফার'।
এবছরের পয়লা জানুয়ারি থেকে জিও ইউজাররা দৈনিক ১ জিবি করে হাই স্পিড ডেটা ব্যবহারের সুযোগ পাচ্ছেন৷ এই অফার মিলবে ৩১ মার্চ পর্যন্ত৷ ১ জিবি ডেটা লিমিট পেরিয়ে গেলে কমে যায় ইন্টারনেট সার্ফিং ও ডাউনলোড স্পিড৷
আরও দেখুন : এক্সচেঞ্জ অফারে মাত্র 9,990 টাকায় আপনার হতে পারে আইফোন 6 16GB ভেরিয়েন্ট
কিন্তু এই হাই স্পিড ১ জিবি ডেটা লিমিট পেরিয়ে যাওয়ার পরও গ্রাহকদের হাই স্পিড ডেটা সার্ফিং ও ডাউনলোডের সুযোগ নিয়ে এল রিলায়েন্স জিও৷ এক্ষেত্রে গ্রাহকরা ‘বুস্টার’ ব্যবহার করতে পারেন৷ ১ ও ৬GB-দু’টি ডেটা প্যাক বুস্টার এনেছে জিও৷ বিশেষজ্ঞরা বলছেন, এর মাধ্যমে গ্রাহকদের পেমেন্ট করতে উৎসাহ দিতে শুরু করছে জিও৷ কারণ, ৩১ মার্চের পর জিও সম্ভবত আর কোনও ফ্রি পরিষেবা দেবে না৷
কী করে ব্যবহার করবেন বুস্টার প্যাক? প্রথমে ‘মাই জিও’ অ্যাপ খুলুন৷ ফোন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন৷ মাই জিও অ্যাকাউন্ট খুলুন৷ ‘ইউসেজ’ অপশনে দেখে নিন কত ডেটা খরচ হয়েছে? যদি দেখেন হাই স্পিড ১ জিবি ডেটা ব্যবহার করে ফেলেছেন, তাহলে রিচার্জ অপশন ক্লিক করুন৷ এরপর ‘বুস্টার’ প্যাক কিনুন৷ ক্রেডিট, ডেবিট কার্ড, মাই জিও মানি বা নেট ব্যাঙ্কিং মারফত রিচার্জ করতে পারেন৷ ব্যাস! এরপর আপনি ফের ইচ্ছামতো সার্ফিং ও ডাউনলোড করতে পারেন হাই স্পিডে৷ ১ জিবি ফোর-জি ডেটা বুস্টারের দাম ৫১ টাকা৷ ৬ জিবি ফোর-জি ডেটা প্যাকের দাম ৩০১ টাকা৷
আরও দেখুন : HMD গ্লোবাল এই বছর লঞ্চ করবে 6 থেকে 7টি নকিয়া অ্যান্ড্রয়েড স্মার্টফোন – রিপোর্ট
আরও দেখুন : মাত্র 13,999 টাকায় লঞ্চ হল LeEco Le2’র 64GB ভেরিয়েন্ট