জিওর এফেক্টঃ 4G কানেক্টিভিটির ক্ষেত্রে ভারত 15 নম্বরে

জিওর এফেক্টঃ 4G কানেক্টিভিটির ক্ষেত্রে ভারত 15 নম্বরে
HIGHLIGHTS

‘ওপেনসিগন্যাল’ লন্ডনের ওয়ারলেস কভারেজ ম্যাপিং কোম্পানি

লন্ডনের ওয়ারলেস কভারেজ ম্যাপিং কোম্পানি ‘ওপেনসিগন্যাল’ তাদের সার্ভেতে বলেছে যে ভারত এখন 4G কানেক্টিভিটির ক্ষেত্রে বিশ্বের 15 নম্বর স্থানে আছে। ভারতের 15 নম্বরে জাওয়ার ক্ষেত্রে রিলায়েন্স জিওর বড় অবদান আছে।

রিলায়েন্স জিও একটি 4G VoLTE Only নেটওয়ার্ক। অর্থাৎ এর মানে এই যে ভারতে মাত্র 108.9  মিলিয়ান ইউজার্সরা 4G ইন্টারনেট স্পিডের ব্যবহার করে। এছাড়া Airtel, Vodafone আর Idea Cellular এর ইউজার্সরা 2G, 3G, আর 4G স্পিডের ব্যবহার করে।

ওপেনসিগন্যালের রিপোর্ট অনুসারে ভারতে 4G ডাউনলোড স্পিড কমে গেছে। ভারতে 4G নেটওয়ার্কে অ্যাভারেজ ডাউনলোড স্পিড 5Mbps, যেখানে আন্তর্জাতিক ভাবে 3G ডাউনলোড স্পিড 4.4Mbps।

আপনাদের বলে রাখি যে রিলায়েন্স জিও গত বছর ভারতীয় টেলিকম মার্কেটে পদার্পণ করেছিল, আর তার পরে ফ্রি প্ল্যানের জন্য টেলিকম অপারেটারদের মধ্যে প্রতিযোগিতার পরিমাণ অনেক বেড়ে গেছে। অন্যান্য টেলিকম কোম্পানি গুলিও একেরপর এক সস্তা ট্যারিফ আর ডাটা প্ল্যান নিয়ে আসছে।

সোর্সঃ 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo