digit zero1 awards

রিলায়েন্স জিওর হ্যাপি নিউ ইয়ার 2020 র প্ল্যানের সঙ্গে বাকি প্ল্যানের পার্থক্য

রিলায়েন্স জিওর হ্যাপি নিউ ইয়ার 2020 র প্ল্যানের সঙ্গে বাকি প্ল্যানের পার্থক্য
HIGHLIGHTS

রিলায়েন্স জিওর Happy New Year Plan 2020 প্ল্যানে আপনারা 547.5Gb ডাটা পাচ্ছেন যা 365 দিনের জন্য বৈধ

এই প্ল্যানের দাম 2020 টাকা রাখা হয়েছে’

দেখা যাক যে 555 টাকা, 399 টাকা আর 199 টাকার প্ল্যানের সঙ্গে এই প্ল্যানের পার্থক্য কোথায়

নতুন বছর 2020 র প্রথমে রিলায়েন্স জিও তাদের গ্রাহকদের জন্য নতুন একটি প্রিপেড প্ল্যান অফার করেছিল এটি Happy New Year Plan 2020 নামে এসেছে। আর এই প্রিপেড রিচার্জ প্ল্যানে আপনারা মোট 547.5GB ডাটা পাবেন আর এটি 365 দিনের জন্য বৈধ।

এই প্ল্যানের বিষয়ে যদি ভাল করে দখি তবে আপনাদের বলে রাখি যে এই New Year Plan 2020 প্ল্যানে প্রতিদিন 1.5GB ডাটা পাওয়া যাচ্ছে আর এই ডাটা হাই স্পিডের সঙ্গে এসেছে আর এর সঙ্গে আপনারা যদি ডেলি লিমিট শেষ করেন তবে আপনাদের ইন্টারনেট স্পিড মাত্র 64Kbps হয়ে যাবে।

শুধু যে তাই তা ন্য এর সঙ্গে আপনারা জিও থেকে জিও আনলিমিটেড কল আছে। আর আপনারা যদি অন্য নেটওইয়ার্কে কল করতে চান তবে আপনারা এখানে 12,000 মিনিট পাবেন। আর এর সঙ্গে আপনারা এই প্ল্যানে জিও অ্যাপের অ্যাক্সেস পাবেন আর এর সঙ্গে আপনারা 100 টি SMS য়ের সুবিধা পাবেন।

প্রতিদিন 1.5Gb ডাটা প্ল্যানে আপনারা তিনটি প্ল্যান পাবেন। এই প্ল্যান গুলি হল 555 টাকার প্ল্যান, 399 টাকার আর 199 টাকার প্ল্যান। আর এই প্ল্যান গুলি কিছু সময়ের জন্য বৈধ,। আর এর সঙ্গে কোম্পয়ানি এখন আর কিছু বলেনি যে Happy New Year Plan 2020 প্ল্যান কবে বন্ধ করা হবে। আর এর মানে এই যে আপনারা এখনও এই প্ল্যানে রিচারর্জ করতে পারবেন। আসুন এবার আমরা Happy New Year Plan 2020 য়ের বাকি তিনটি প্ল্যান দেখেনি।

জিও হ্যাপি নিউয়ার 2020 প্ল্যানের সঙ্গে 555 টাকার প্ল্যানের পার্থক্য

আমরা জানি যে Happy New Year Plan 2020 প্ল্যানের দাম 2020 প্ল্যানের দাম 2020 টাকা আর এটি আপনারা 365 দিনের জন্য প্রতিদিন 1.5Gb ডাটা পাবেন। মানে মোট 547.5GB হবে। আর এর সঙ্গে আপনারা জিও টু জিও আনলিমিটেড কলিং পাওয়া যাচ্ছে আর এর সঙ্গে আপনারা  12,000 মিনিটের নন জিও ফ্রি কল পাবেন।

আর এবার যদি আমরা 555 টাকার প্ল্যানটি দেখি তবে এই প্ল্যানে আপনারা 1.5Gb ডাটা পাবেন আর এটি মোট 126GB ডাটা দিচ্ছে। আর এর সঙ্গে আপনারা আনলিমিটেড জিও টু জিও কলিং সুবিধার সঙ্গে নন জিও কল  3000 মিনিট আছে। আর এই প্ল্যানটি 84 দিনের জন্য বৈধ।

আর এবার আপনাদের  Happy New Year Plan 2020  য়ের থেকে ভাল কিনা দেখা যাক এই 555 টাকার প্ল্যানটিতে আপনারা মোট 504Gb ডাটা পাচ্ছেন আর এর সঙ্গে এটি 336 দিনের জন্য বৈধ। আর এই প্ল্যানের দাম 2020 টাকা। আর  Happy New Year Plan 2020 য়ে অনেক বেশি সুবিধা পাচ্ছেন।

 Happy New Year Plan 2020 র সঙ্গে 399 টাকার প্ল্যানের পার্থক্য

আমরা যদি 399 টাকার প্ল্যানটি দেখি তবে এই প্ল্যানে আপনারা 1.5Gb ডেলি ডাতা হিসাবে 56 দিনের জন্য পাচ্ছেন আর এর সঙ্গে আপনারা আনলিমিটেড জিও টু জিও কল আর নন জিও কলের জন্য 2000 মিনিট পাচ্ছেন। আর এবার আপনারা বুঝতে পারছেন যে  Happy New Year Plan 2020 প্ল্যানের থেকে এটি কতটা আলাদা।

 Happy New Year Plan 2020 আর 199 টাকার প্ল্যানের পার্থক্য

আমরা যদি 199 টাকার প্ল্যান দেখি তবে এই প্ল্যানে আপনারা 28 দিনের বৈধতার সঙ্গে 1.5GB ডেলি ডাটা পাবেন যা মোট 42GB ডাটা দিচ্ছে আর এর সঙ্গে আছে 1000 নন জিও কলের সুবিধা আর সঙ্গে জিওর নেটওয়ার্কে আনলিমিটেড কলের সুবিধা।

আর এবার আপনাদের এও জানিয়ে রাখি যে আপনারা যদি 13 বার নিজদের ফোন রিচার্জ করেন আর আপনাদের বেশি টাকা দিতে হবে। আর  Happy New Year Plan 2020 প্ল্যান অনেক ভাল। আর এবার আপনারা 500 টাকা আর 600 টাকার বেশি খর করতে হবে আর  Happy New Year Plan 2020 এই সময়ের একটি দারুন ভাল অফার।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo