রিলায়েন্স তাদের সাম্প্রতিক অ্যানুয়াল জেনারেক মিটিংয়ে নিজেদের ফাইবার টু দ্যা হোম FTTH পরিষেবার কথা জানিয়েছিল, আর তারা এও বলেছিল যে এই পরিষেবা 15 আগস্ট শুরু হবে। আর আপনারা জানেন যে এই পরিষেবা শুরু হতে আর কিছুদিন বাকি আছে। কিন্তু Reliance JioGigaFiber স্মার্টফোনের প্ল্যানের বিষয়ে খবর জানা গেছে। আমরা যদি Trak Lin য়ের বিষয়ে কথা বলি তবে তা অনুসারে এই প্ল্যানের দাম সামনে এসেগেছে। আর আপনারা জানেন যে বিগত বেশ কিছু সময় ধরেই এই পরিষেবাটি নিয়ে বিভিন্ন খবর সামনে এসেছে। আর এও জানেন যে এয়ারটেল তাদের ব্রডব্যান্ড প্ল্যানও এর মধ্যে লঞ্চ করে দিয়েছে।
আমরা যদি লিক ইত্যাদির বিষয়ে কথা বলি তবে আপনাদের বলে রাখি যে জানা গেছে যে এই প্ল্যানের প্রাথমিক দাম 500 টাকা থেকে শুরু হচ্ছে। আর এছাড়া এটি 500টাকা থেকে শুরু করে 750, 999,12,99 আর 1,500টাকার প্ল্যান পাওয়া যাবে। আর এও জানা গেছে যে 500 তাকার প্ল্যানে আপনারা 300GB ডাটা প্রায় 30 দিনে 50Mbps স্পিডে পাচ্ছেন।
আর এছাড়া 750 টাকার প্ল্যানের বিষয়ে আমরা যদি কথা বলি তবে আপনারা 450GB ডাটা পাবেন আর এর সঙ্গে আপনারা মাসে 30 দিনের জন্য এই প্ল্যান পাবেন। আর এই প্যাকে আপনারা 50Mbps স্পিড পাবেন। আর এছাড়া 999 টাকার প্ল্যানের বিষয়ে যদি দেখি তবে আপনারা 600GB ডাটা পাবেন আর এই প্ল্যানটি 30 দিনের জন্য বৈধ হবে আর এতে আপনারা 100Mbps স্পিডের লিমিট পাবেন।
আর এছাড়া আমরা যদি 1,299 টাকা দামের প্ল্যানের বিশেয় কথা বলি তবে এতে আপনারা 750GB ডাটা পাবেন আর যা প্রায় 100Mbps স্পিডের সঙ্গে পাওয়া যাবে। আর এই প্ল্যানটি 30 দিনের জন্য বৈধ হবে। আর এছাড়া সবার শেষে যদি 1,500টাকার প্ল্যানের বিষয়ে কথা বলা হয় তবে এই প্ল্যানে আপনারা 1000GB ডাটা পাচ্ছেন আর এর সঙ্গে এটি এক মাসের জন্য 150Mbps স্পিড পাবে।
আর এও মনে করা হচ্ছে যে এই প্ল্যানের ডাটা শেষ হলে এর স্পিড কমে যাবে। আর আপনারা যদি এই পরিষেবা নেওয়ার জন্য রেজিস্টার করতে চান তবে আপনাদের বলে রাখি যে আপনারা এটি 15 আগস্ট জিও ওয়েবসাইট থেকে রেজিস্টার করতে পারবেন।