digit zero1 awards

লকডাউনের মধ্য়ে জিও গ্রাহকদের জন্য় দারুন খবর, ৩ মে পর্যন্ত ফ্রি দেবে এই সার্ভিস

লকডাউনের মধ্য়ে জিও গ্রাহকদের জন্য় দারুন খবর, ৩ মে পর্যন্ত ফ্রি দেবে এই সার্ভিস
HIGHLIGHTS

জিওর তরফে প্রিপেড পরিষেবার মেয়াদ বাড়ানো হয়েছে ৩ মে পর্যন্ত

jiopos lite পরিষেবার মাধ্যমে সহজেই রিচার্জ করা যাবে

করোনা মোকাবিলায় দেশে চলছে দ্বিতীয় দফার লকডাউন। এই অবস্থায় সাধারন মানষের জন্য় একমাত্র ভরসা ইন্টারনেট এবং মোবাইল ডেটা। আর দেশ জুড়ে চলা এই লক ডাউনের কারণে একাধিক টেলিকম কোম্পানি গ্রাহকদের সুবিধার জন্য নিজেদের প্ল্যানের মেয়াদ ইতিমধ্যে বাড়িয়েছে।

সেই তালিকাতে এবার যোগ হল Jio। গ্রাহকদের সুবিধার কথা ভেবে এবারেও জিওর তরফে প্রিপেড পরিষেবার মেয়াদ বাড়ানো হয়েছে ৩ মে পর্যন্ত।

সংস্থার তরফে এও জানানো হয়েছে গ্রাহকদের প্ল্যানের মেয়াদ শেষ হলেও ইনকামিং কলের ক্ষেত্রে কোন অসুবিধা হবে না। পাশাপাশি আরও জানানো হয়েছে যে ২০ এপ্রিল থেকে সমস্ত রিটেল আউটলেটগুলিতে সবরকম পরিষেবা মিলছে।

এই পরিস্থিতিতে রিচার্জ সংক্রান্ত অসুবিধার মধ্যে যাতে গ্রাহকদের না পরতে হয় সেই কারণে একাধিক নেটওয়ার্কিং কোম্পানি নিয়ে এসেছে ডিজিটাল সুবিধা। জিওর তরফ থেকেও গ্রাহকদের কথা ভেবে আনা হয়েছে এই সুবিধা। তাদের jiopos lite পরিষেবার মাধ্যমে সহজেই রিচার্জ করা যাবে। এছাড়াও অন্যদের রিচার্জ করে কমিশন ও পাওয়া যাবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo