ফোনে ডেটা ব্যালেন্স শেষ! Jio অফার করছে 5GB পর্যন্ত ফ্রি ডেটা, জানুন
রিলায়েন্স জিও (Reliance Jio) ইউজারদের জন্য “Emergency Data Loan” অফার নিয়ে এসেছে
গ্রাহকেরা ধার নিতে পারবেন মোট 5GB পর্যন্ত ডেটা
“My Jio” অ্যাপের মাধ্যমে ইউজারেরা এই বেনিফিট এনজয় করতে পারবেন
আপনার ফোনের নেট ব্যালেন্স শেষ হয়ে গেছে? কিন্তু বাকি পড়ে রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ,বুঝতে পারছেন না কি করবেন? আপনি যদি রিলায়েন্স জিও (Reliance Jio) গ্রাহক হয়ে থাকেন, তাহলে এমন ঘটনা ঘটলে, চিন্তার কোনো কারণ নেই। কেননা রিলায়েন্স জিও ইউজারদের জন্য নিয়ে এসেছে ডেটা লোনের সুযোগ। আপনি চাইলে “My Jio” অ্যাপের “Emergency Data Loan” সেকশন থেকে মোট 5GB পর্যন্ত ডেটা ধার নিতে পারেন।
এক্ষেত্রে মাথায় রাখতে হবে এই “Emergency Data Loan” হিসেবে ইউজারদের 1GB করে মোট 5 টি প্যাক অফার করা হচ্ছে। প্রতি জিবি ডেটার ক্ষেত্রে ধার্য করা হচ্ছে 11 টাকা করে। মানে 5 টি ডেটা প্যাকে খরচ পড়বে মোট 55 টাকা। ইউজার একবারে কেবল একটি প্যাক মানে 1GB ডেটার জন্য আবেদন করতে পারবেন। 5 টি প্যাক উপভোগ করতে হলে ইউজারকে পাঁচবার আবেদন করতে হবে।
জিও (Reliance Jio) কাস্টমার কেয়ার সার্ভিসের তরফে জানানো হয়েছে যে ইউজার ডেটা প্যাকগুলিকে অ্যাক্টিভ করার পর একটি ডেটা প্যাকের জন্য চাইলে সঙ্গে সঙ্গেই পেমেন্ট করে ফেলতে পারেন। আবার 5 টি ডেটা প্যাক ব্যবহার হয়ে যাবার পর মোট 55 টাকা একসঙ্গেও পে করতে পারেন। জিও-র তরফে এই ডেটা প্যাকগুলির লোন শোধ করার ক্ষেত্রে কোনো টাইম লিমিট দেওয়া হয়নি।
একটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনি যদি এমারজেন্সি ডেটা লোনের পাঁচটি ডেটা প্যাকই ব্যাবহার করে থাকেন, সেইসঙ্গে লোনের পেমেন্টও না সেরে থাকেন। তাহলে কিন্তু আপনি আর কোনো ডেটা লোন প্যাককে এনজয় করতে পারবেন না । পুরো পেমেন্ট কমপ্লিট করলেই আবার আপনি এই সুবিধাকে ব্যবহার করতে পারবেন।
কীভাবে রিলায়েন্স জিও “Emergency Data Loan” প্যাকগুলির অ্যাক্সেস পাবেন-
• সবার প্রথমে আপনাকে নিজের ফোনে “My Jio” অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে।
• তারপর বাঁ দিকের থ্রি-ডটস অপশনে ক্লিক করে মেনু ওপেন করতে হবে।
• স্ক্রল ডাউন করে চার নাম্বারে “Emergency Data Loan” অপশন দেখা যাবে।
• সেই অপশনে ক্লিক করার পর পপ- আপে একটি “Proceed” বাটন দেখা যাবে।
• তাতে ক্লিক করার পর নতুন একটা পেজ খুলে যাবে।
• সেই পেজের “Activate” অপশনে ক্লিক করলেই 1GB ডেটা লোন অ্যাক্টিভ হয়ে যাবে।