digit zero1 awards

Airtel, Idea নতুন গ্রাহকদের Rs 495 FRC প্ল্যানে দিচ্ছে, প্রতিদিন 1GB 4G ডাটা আর আনলিমিটেড কল 84 দিনের জন্য

Airtel, Idea নতুন গ্রাহকদের Rs 495 FRC প্ল্যানে দিচ্ছে, প্রতিদিন 1GB 4G ডাটা আর আনলিমিটেড কল 84 দিনের জন্য
HIGHLIGHTS

Bharti Airtel আর Idea নতুন গ্রাহকদের জন্য Rs 495 এর প্ল্যান অফার করছে

এয়ারটেল আর আইডিয়া দুজনেই রিলায়েন্স জিওকে প্রতিযোগিতায় ফেলার জন্য নতুন প্ল্যান নিয়ে এসেছে। এই দুই টেলিকম অপারেটার্স গ্রাহকদের আকর্ষিত করার জন্য নতুন প্ল্যান নিয়ে এসেছে। দুটি কোম্পানিই জিওর Rs 399 প্ল্যানকে প্রতিযোগিতায় ফেলার জন্য Rs 495 এর নতুন প্ল্যান নিয়ে এসেছে।

 

এয়ারটেল আর আইডিয়া Rs 495 এর প্ল্যান শুধু নতুন গ্রাহকদের জন্য প্রতিদিন 1GB 4G ডাটা আর আনলিমিটেড কলের সুবিধা দিচ্ছে। এই প্ল্যানটি 84দিনের জন্য বৈধ। Rs 495 এর প্ল্যানে এয়ারটেল আর আইডিয়া প্রতিদিনের জন্য 300 মিনিটের জন্য প্রতিসপ্তাহের জন্য 1,200 মিনিটের লিমিট দিচ্ছে। এই প্ল্যান গুলির তুলনায় রিলায়েন্স জিওর Rs 399 এর প্ল্যানে প্রতিদিন 1GB 4G ডাটা আর আনলিমিটেড কল দিচ্ছে। আর এই প্ল্যানটিও 84 দিনের জন্য বৈধ। তবে নতুন গ্রাহকদের জন্য জিওর পরিষেবা পেতে গেলে জিওর প্রাইম মেম্বারশিপ নিতে হবে আর তাদের Rs 99 এর রিচার্জ করাতে হবে। এই প্ল্যানটি মোট Rs 498’র রিচার্জ করাতে হবে।

এয়ারটেল আর জিওর এমন অনেক অফার আছে যা এরা নিজেদের প্রিপেড গ্রহাকদের দিচ্ছে। সম্প্রতি এয়ারটেল Rs 799  এর একটি ফেস্টিভ প্ল্যান নিয়ে এসেছে যাতে প্রতিদিন 3GB 3G/4G ডাটা আর আনলিমিটেড লোকাল আর STD কলের সুবিধা পাচ্ছে। এই প্ল্যানটি 28 দিনের জন্য বৈধ।  

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo