রিলায়েন্স জিও 15 ডিসেম্বর লঞ্চ করবে তার DTH সেবা, ‘ওয়েলকাম অফার’ এর অধীনে পাবেন 6 মাস বিনামূল্যে সাবস্ক্রিপশন

রিলায়েন্স জিও 15 ডিসেম্বর লঞ্চ করবে তার DTH সেবা, ‘ওয়েলকাম অফার’ এর অধীনে পাবেন 6 মাস বিনামূল্যে সাবস্ক্রিপশন
HIGHLIGHTS

সম্প্রতিকালে প্রকাশিত হওয়া GIZBOT এর একটি রিপোর্ট মতে, মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স Jio শীঘ্রই তার ডিটিএইচ সেবা চালু করতে যাচ্ছে. খবর অনুযায়ী 15 ডিসেম্বর 2016 অব্দি এটি কে চালু করা যেতে পারে. এছাড়াও, রিপোর্ট বলছে যে RJio তার জন্য শুধু Rs.185 টাকা চেয় কম দাম নিতে পারে.

একের পর এক ধামাকাদার অফার নিয়ে আসছে রিলায়েন্স জিও। ইতিমধ্যেই টেলিকম দুনিয়ায় তোলপাড় ফেলে দিয়েছে রিলায়েন্স জিও-র ওয়েলকাম অফার। তাদের 4G সার্ভিসে টেলিকম দুনিয়ায় সমস্ত সার্ভিস প্রোভাইডরদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। এবার DTH এবং ব্রডব্যান্ডেও দারুন অফার আনতে চলেছে তারা।

আরও দেখুন : এবার অ্যাপ এর মাধ্যমে জানুন কোন ATM-এ টাকা আছে আর কোন ATM-এ টাকা নেই

এবার DTH এবং ব্রডব্যান্ড সার্ভিসেও রিলায়েন্স জিও গ্রাহকেরা পেতে চলেছেন দারুন স্পীডে ইন্টারনেট। কোম্পানির নতুন হার্ডওয়্যার এবং তার সঙ্গে যুক্ত থাকা সেট টপ বক্স, তারই সঙ্গে অ্যান্ড্রয়েড স্মার্টবক্স কিংবা অ্যাপেল টিভিতে গ্রাহকেরা গেম খেলতে পারবেন। তারই সঙ্গে কনটেন্ট কন্ট্রোলও করতে পারবেন।

রিলায়েন্স জিও-র নতুন এই পরিষেবায় দারুন স্পীড পাবেন গ্রাহকেরা। প্রায় ৪ হাজারেরও বেশি ভিডিও এবং গেম খেলতে পারবেন কোনও সমস্যা ছাড়াই। জিও টিভিতে আপনি পেয়ে যাবেন ৩৬০টিরও বেশি চ্যানেল। তার মধ্যে কমপক্ষে ৫০টি HD চ্যানেল।

আরও দেখুন : রিলায়েন্স Jio শীঘ্রই ভারতের চালু করবে, 1500 টাকায় 4G VoLTE ফিচার ফোন

আরও দেখুন : মাইক্রোম্যাক্স বাজারে নামাল আরও সস্তায় 4G ফোন

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo