Jio Down: টেলিকম সেক্টারের সবচেয়ে বড় কোম্পানি জিও ডাউন হয়ে গেছে। বেশিরভাগ গ্রাহকদের মোবাইলে সিগনাল আসছিল না। 20 শতাংশ গ্রাহকদরা ইন্টারনেট কানেক্টিভিটি না চলার রিপোর্ট ডাউনডিটেক্টারে করেছে। গ্রাহকরা জানিয়েছেন যে রিলায়েন্স জিওর ওয়েবসাইটের পাশাপাশি অ্যাপ ঠিক মতো কাজ করছে না। ডাউনডিটেক্টারে 12 টায় প্রায় 10 হাজারের বেশি অভিযোগ এসেছে।
বিক্ষুদ্ধ গ্রাহকরা সোশ্যাল মিডিয়ায় জিও পরিষেবা ডাউন হওয়া সম্পর্কে শেয়ার করেছেন। জিও এর পরিষেবা বন্ধ হওয়ার অভিযোগ দিল্লি, লখনউ এবং মুম্বাই মতো শহরে বেশি রিপোর্ট করা হয়েছে।
জিও পরিষেবা না চলার অভিযোগ দেশের বিভিন্ন জায়গা থেকে করা হয়েছে। X (টুইটার) সাইটে জিও ডাউন ট্রেন্ড করছে। গ্রাহকরা জিও ডাউন সম্পর্কিত নানারকমের মিম পোস্ট করছে।
ডাউনডিটেক্টর বলেছে, দুপুর 12টা পর্যন্ত প্রায় 10,367 নেটওয়ার্ক সমস্যার রিপোর্ট এসেছে। সারা দেশের এই আউটেজ সম্পর্কে আপাতত রিলায়েন্স জিও এর তরফে এখন কিছু বলা হয়েনি।