Reliance Jio Diwali ধামাকা! লঞ্চ করল নতুন প্ল্যান, ডেটা-কলিং সহ ফ্রি মিলবে Swiggy সাবস্ক্রিপশন

Reliance Jio Diwali ধামাকা! লঞ্চ করল নতুন প্ল্যান, ডেটা-কলিং সহ ফ্রি মিলবে Swiggy সাবস্ক্রিপশন
HIGHLIGHTS

Jio তরফে নতুন রিচার্জ প্ল্যান (Jio New Reachege Plan) লঞ্চ করে দেওয়া হয়েছে

কোম্পানি আরেকটি নতুন প্ল্যান ওটিটি (Jio OTT Plan) সাবস্ক্রিপশন সহ নিয়ে হাজির হয়েছে

কোম্পানি Swiggy One Lite এর সাবস্ক্রিপশন এই প্ল্যানের সাথে অফার করছে

Reliance Jio Diwali: জিও তরফে নতুন রিচার্জ প্ল্যান (Jio New Recharge Plan) লঞ্চ করে দেওয়া হয়েছে। এই প্ল্যানে প্রতিদিন ডেটা, আনলিমিটেড কলিং, SMS এবং অতিরিক্ত সুবিধা সহ আসে। কোম্পানি আরেকটি নতুন প্ল্যান ওটিটি (Jio OTT Plan) সাবস্ক্রিপশন সহ নিয়ে হাজির হয়েছে। কোম্পানি Swiggy One Lite এর সাবস্ক্রিপশন এই প্ল্যানের সাথে অফার করছে।

জিওর এই প্ল্যানে গ্রাহকদের কোনও ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন পাবেন না, তবে অনলাইন সার্ভিস সাবস্ক্রিপশন পাওয়া যাবে। কোম্পানি Swiggy One Lite এর সাবস্ক্রিপশন এই প্ল্যানের সাথে অফার করছে। তবে আসুন জেনে নেওয়া এই প্ল্যানে কী বিশেষ রয়েছে।

আরও পড়ুন: JioPhone Prima 4G সেল শুরু, এই ছোট্ট ফোন দিয়ে হবে ভিডিও কল এবং UPI পেমেন্ট, দাম কত জানুন

Reliance Jio Diwali 866 টাকার রিচার্জ প্ল্যান

কোম্পানি তার নতুন রিচার্জ প্ল্যান 866 টাকা দামের লঞ্চ করেছে। এই রিচার্জে গ্রাহকরা প্রতিদিন 2GB ডেটা পাবেন। এছাড়া, আনলিমিটেড কলিং এবং 100 SMS প্রতিদিন পাওয়া যাবে।

Reliance Jio Diwali SWIGGIE ONE LITE SUBSCRIPTION
রিলায়েন্স জিও 866 টাকার রিচার্জ প্ল্যান

জিও এর এই প্ল্যানে 84 দিনের ভ্যালিডিটি সহ আসে। ডেটা লিমিট শেষ হওয়ার পরে গ্রাহকরা 64Kbps স্পিড ইন্টারনেট ব্য়বহার করতে পারবেন। অতিরিক্ত সুবিধা হিসেবে এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা Jio TV, Jio Cinema এবং জিও ক্লাউড এর এক্সেস পাবেন। এছাড়া এই রিচার্জ Unlimited 5G ডেটা সুবিধা সহ আসে।

আরও পড়ুন: 10,000 টাকা পর্যন্ত ছাড়ে Samsung Galaxy M34 5G কিনুন, রয়েছে 6000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা

Swiggy One Lite সাবস্ক্রিপশন সুবিধা

এতে 149 টাকার অর্ডারের উপরে আপনি 10 অর্ডারে ফ্রি হোম ডেলিভারি পাবেন। আপনি Instamart থেকে অর্ডার করলে, আপনি 10টি অর্ডারে বিনামূল্যে ডেলিভারি পাবেন।

Reliance Jio Diwali Swiggy One Lite subscription Plan
Swiggy One Lite সাবস্ক্রিপশন সুবিধা

এছাড়া, আপনাকে কোনও সার্জ চার্জ দিতে হবে না এবং Genie তে 10 শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে।

কোম্পানি তরফে এও জানানো হয়েছে যে এই উৎসবের মরসুমে Jio 866 টাকার রিচার্জে 50 টাকার ক্যাশব্যাক অফার রয়েছে। এই ক্যাশব্যাক গ্রাহকের MyJio অ্যাকাউন্টে জমা হবে।

আরও পড়ুন: 16GB RAM এবং পাওয়ারফুল প্রসেসর সহ iQOO 12 5G Series লঞ্চ, দাম জেনে নিন কত?

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo