digit zero1 awards

Reliance Jio-র বন্ধ করল সবথেকে সস্তার দুটি প্রিপেইড প্ল্যান

Reliance Jio-র বন্ধ করল সবথেকে সস্তার দুটি প্রিপেইড প্ল্যান
HIGHLIGHTS

JioPhone-এর 39 টাকা এবং 69 টাকার প্রিপেইড প্ল্যান বন্ধ করেছে সংস্থা

জিও-র নতুন 75 টাকার জিও ফোন প্রিপেইড প্ল্যান

জিও ফোনের 39 টাকা ও 69 টাকার প্রিপেইড প্ল্যানগুলির ভ্যালিডিটি ছিল 14 দিনের

রিলায়েন্স জিও টেলিকম সংস্থা সম্প্রতি জিও ফোনের 39 টাকা এবং 69 টাকার প্রিপেইড প্ল্যান বন্ধ করেছে। শুরু হয়েছে নতুন 75 টাকার জিও ফোন প্রিপেইড প্ল্যান। আশা করা যায় নতুন জিও ফোন লঞ্চ হবার পাশাপাশি কোম্পানির তরফে আরও নতুন প্ল্যান অফার করা হবে। আজই মার্কেটে লঞ্চ করতে পারে Jio Phone Next। এটি জিও ব্র্যান্ডের প্রথম স্মার্টফোন হতে চলেছে।

JioPhone-এর 39 টাকা ও 69 টাকার প্রিপেইড প্ল্যানে কি পাওয়া যেত?  

জিও ফোনের 39 টাকা ও 69 টাকার প্রিপেইড প্ল্যানগুলির ভ্যালিডিটি ছিল 14 দিনের। 39 টাকার জিও প্ল্যানে পাওয়া যেত 100MB ডেইলি ডেটা। অন্যদিকে 69 টাকার প্ল্যানে দেওয়া হতো 0.5GB মোবাইল ডেটা প্রতিদিন। এছাড়া পাওয়া যেত আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা ও ডেইলি 100 ফ্রি এসএমএস ফিচার। সেইসঙ্গে পাওয়া যেত জিও অ্যাপগুলির ফ্রি অ্যাক্সেস।

JioPhone-এর 75 টাকার নতুন প্রিপেইড প্ল্যান

এখন থেকে জিও ফোনের বেস প্ল্যান শুরু হচ্ছে 75 টাকা থেকে। নতুন এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। এই প্ল্যানে পাওয়া যাবে ডেইলি 0.1GB ডেটা সঙ্গে অ্যাডিশনাল 200MB ডেটা। এই এন্ট্রি লেভেল প্ল্যান দিচ্ছে আনলিমিটেড ভয়েস কলিং ফিচার সঙ্গে ডেইলি 50 ফ্রি এসএমএসের সুবিধা।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo