digit zero1 awards

Reliance Jio-র দুর্দান্ত অফার! মাত্র 39 টাকায় প্রতিদিন ডেটা এবং আনলিমিটেড কল

Reliance Jio-র দুর্দান্ত অফার! মাত্র 39 টাকায় প্রতিদিন ডেটা এবং আনলিমিটেড কল
HIGHLIGHTS

Jio-র 39 টাকার প্রিপেইড প্ল্যানে দৈনিক 100Mb হাই স্পিড ডেটা পাবেন

Jio 39 টাকার প্ল্যানে ইউজাররা ডেলি ডেটা এবং আনলিমিটেড কলিং মতো সুবিধা পাবেন

Airtel, Vi, BSNL কে টেক্কা দিতে Reliance Jio অনেক ধরণের প্ল্যান চালু করেছে

টেলিকম বাজারে Airtel, Vi, BSNL কে টেক্কা দিতে Reliance Jio অনেক ধরণের প্ল্যান চালু করেছে। কোম্পানি কম দামে দারুণ সুবিধা সহ প্ল্যান অফার করছে। Jio-র পোর্টফোলিওতে সেই ইউজারদের জন্যও প্ল্যানও রয়েছে যারা কম খরচে দৈনিক ডেটা এবং কলিং সুবিধা চান। জিও এমনই একটি প্ল্যানও রয়েছে 39 টাকার। Jio-র 39 টাকার প্ল্যানে ইউজাররা ডেলি ডেটা এবং আনলিমিটেড কলিং মতো সুবিধা পাবেন। তবে আসুন জেনে নেওয়া যাক Jio-র এই কম দামি প্ল্যান সম্পর্কে সমস্ত কিছু।

Jio 39 টাকা প্রিপেইড প্ল্যান

Jio-র 39 টাকার প্রিপেইড প্ল্যানে দৈনিক 100Mb হাই স্পিড ডেটা পাবেন। এই প্ল্যানের ভ্যালিডিটি 14 দিনের, অর্থাৎ পুরো প্ল্যানে গ্রাহকরা মোট 1400 MB ডেটা পাবেন। পাশাপাশিই সব নেটওয়ার্কে বিনামূল্যে আনলিমিটেড কলিং পাওয়া যাবে। হাই-স্পিড ডেটার ভ্যালিডিটি শেষ হলে স্পিড কমে 64Kbps হয়ে যাবে। তবে এসএমএস এর সুবিধা পাওয়া যাবে না এই প্ল্যানে। একই সঙ্গে Jio অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশনও দেওয়া হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল জিওর এই সস্তা রিচার্জ প্ল্যানটি শুধুমাত্র JioPhone ইউজাদের জন্য উপলব্ধ করা হয়েছে।

অন্যান্য কোম্পানির সস্তা প্ল্যান:

Jio-র দামের কাছাকাছি Airtel এর 49 টাকার প্ল্যান বাজারে রয়েছে। এয়ারটেল (Airtel) 49 টাকার প্রিপেইড প্ল্যান যা 28 দিনের বৈধতা এবং 38.52 টাকা টকটাইম এই প্ল্যানে পাওয়া যায় এবং আপনি 100MB ডেটা ব্যবহার করতে পারেন। এই প্ল্যানটি কোম্পানির ওয়েবসাইটে তালিকাভুক্ত রয়েছে। একই সঙ্গে 19 টাকার প্ল্যানও রয়েছে। এর ভ্যালিডিটি 2 দিনের। এতে যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কল করার সুবিধা দেওয়া হচ্ছে। এছাড়াও 200MB ডেটা দেওয়া হচ্ছে।

যদি আমরা ভোডাফোনের (Vodafone) এই প্রিপেইড রিচার্জ প্ল্যানের কথা বলি, তাহলে এতে 38 টাকার টকটাইম পাওয়া যায় এবং এটি 14 দিনের বৈধতার সাথে আসে। প্ল্যানে 100Mb পাওয়া যায় এবং আপনি অ্যাপের মাধ্যমে রিচার্জ করলে আপনি অতিরিক্ত 200Mb পেতে পারেন। এই প্ল্যানে আউটগোয়িং এসএমএসের কোনও সুবিধা নেই।

BSNL এর কথা বললে, এর 49 টাকার প্ল্যানও পাওয়া যায়। এর বৈধতা 24 দিন। এই 100 মিনিটে ভয়েস কলিংয়ের জন্য সময় দেওয়া হবে। একই সাথে, 2 জিবি ডেটা এবং 100 এসএমএস দেওয়া হচ্ছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo