Reliance Jio Cheapest Recharge: রিলায়েন্স জিও এর কাছে 1 মাস, 3 মাস, 6 মাস ছাড়াও বার্ষিক প্রিপেইড প্ল্যানও রয়েছে, যা বছরভরের মেয়াদ অফার করে। Jio-এর এই প্ল্যানগুলির দাম 3000 টাকার কম এবং সেগুলিতে আনলিমিটেড ভয়েস কল দেওয়া হয়। Jio-এর 2999 টাকা এবং 2879 টাকার দুটি প্রিপেইড প্ল্যান রয়েছে যা 365 দিনের মেয়াদের সাথে আসে। আমরা কথা বলছি মুকেশ আম্বানির মালিকানাধীন Jio-এর এই দুটি রিচার্জ প্ল্যান সম্পর্কে…
1. এই প্ল্যানে গ্রাহকরা পাবেন রোজ 2.5 GB ডেটা।
2. এই প্ল্যানের বৈধতা হল 365 দিন তো বটেই সঙ্গে বোনাস হিসেবে আরও 23 দিনের সুবিধা মেলে। ফলে সব মিলিয়ে মোট 388 দিনের সুবিধা পাওয়া যায় এখানে।
3. এছাড়া এখানে মিলবে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা সহ রোজ 100 টা মেসেজ পাঠানোর সুযোগ।
4. গ্রাহকরা এখানে মোট 912.5 GB ডেটা পাবেন। 4G তো বটেই 5G পরিষেবাও পেয়ে যাবেন এই প্ল্যানে।
5. এছাড়া উপরি পাওনা হিসেবে এখানে মিলবে Jio TV, Jio Cinema, Jio Security, Jio Cloud, ইত্যাদির সুবিধা।
1. এখানে মোট 730 GB ডেটা মিলবে। অর্থাৎ রোজ 2 GB করে ডেটা পাওয়া যাবে এখানে। রোজকার হাইস্পিড ডেটা ব্যবহার করে ফেললে স্পিড কমে 64 KBPS হয়ে যাবে।
2. এটির বৈধতা হল 365 দিন। এখানে গ্রাহকরা 4G -এর সঙ্গে 5G -এর সুবিধাও পাবেন।
3. এখানে Jio TV, Jio Cinema, Jio Security, Jio Cloud সহ নানা আরও অ্যাপের সুবিধা পাওয়া যাবে।