মুকেশ আম্বানির রিলেয়ায়েন্স জিও তাদের Giga Fiber পরিষেবা লঞ্চ করার কথা ঘোষনা করেছে। আর আপনাদের বলে রাখি যে এই পরিষেবা লঞ্চ করার কথা কোম্পানি জানিয়েছে যে তারা 1600 টি শহরে করবে আর এই বিষয়ে ET টেলিকম জানিয়েছে। আর আপনাদের বলে রাখি যে সম্প্রতি কোম্পানি DEN নেটওয়ার্ক আর হেথওয়ে কেবেল আর ডাটা কম কে অধিগ্রহণ করেছে। আর এই প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। আর এর ম্নানে এই যে এবার সবাই মিলে একটি ভাল নেটওয়ার্ক করতে পারবেন। আর আপনাদের বলে রাখি যে কোম্পানি একটি নেটওয়ার্ক করতে চলেছে। আর আপনাদের বলে রাখি যে কোম্পানি এরকম তাদের বিটা টেস্টিংয়ে সারা দেশে GigaFiber আনবে। আর এই এই পরিষেবা দেশের প্রায় 1600 টি শহরে রোলআউট করা হয়েছে। আর এই পরিষেবার মাধ্যমে ইউজার্সরা দরকার হলে বিজনেস বা বাড়ির হোম ব্রডব্যান্ড ছাড়া, এন্টারটেন্মেন্ট, স্মার্টহোম সলিউশান ইত্যাদি আছে।
আপনাদের বলে রাখি যে এখন সম্প্রতি কোম্পানির একটি বড় পরিসংখ্যান। রিলায়েন্স জিও 2016 সালের সেপ্টেম্বর মাসে তাদের পরিষেবা লঞ্চ করেছে আর 2018 সালের শেষের মধ্যে কোম্পানি তাদের 215 মিলিয়ান ছিল। PTI য়ের রিপোর্ট অনুসারে জানা গেছে যে 2 মার্চ কোম্পানি 300 মিলিয়ান ইউজার্সদের সংখ্যায় পৌঁছাবে। আর এয়ারটেল 19 বছরে 300 মিলিয়ান হয়েছে। আর সেখানে ভোডাফোন আডিয়া এখনও পর্যন্ত ভারতের সব থেকে বড় টেলিকম কোম্পানি হিসাবে উঠে এসেছে আর এর অ্যাক্টিভ ইউজার 408 মিলিয়ান।
2018 সালের ডিসেম্বর মাসে কোম্পানি 280.1 মিলিয়ান সাবস্ক্রাইবার বেস ছিল আর এর মধ্যে 201 থার্ড কোয়াটারে 27.9 মিলিয়ান সাবস্ক্রাইবার আছে। আর কোম্পানি মোট ওয়ারলেস ডেটা ট্র্যাফিক 864 কোটি জিবি র মতবন। জিও বলেচধে যে তাদের নেটওয়ার্কে সব থেকে বড় বিষয় ভিডিও যা প্রায় 460 কোটি ঘন্টা প্রতি মাসে। কোম্পানির নতুন ফিচার এনেছে যা ইউজার্সরা বানিয়েছে আর তাতে তারা আকর্ষিত হয়।
সম্প্রতি Jio তাদের Jio News অ্যাপ লঞ্চ করেছে যা Live TV , ভিডীও আর JioXpressNews, JioMags, JioNewsPaper ইত্যাদি অফার করবে। জিও গ্রাহকরা প্রিমিয়াম ফিচার্সের শুরুতে ট্রায়াল পিরিয়েড আছে। আর নন-জিও ইউজার্সরা প্রিমিয়াম ফিচার্সের জন্য পারথমিক ট্রায়াল পিরিয়েডে ফ্রি অ্যাক্সেস পাবেন। আর নতুন অ্যাপে প্লে স্টোরে অ্যাপেল স্টোর আর ডাটা ডাউনলোড করা যেতে পারে। এতে ব্লগ, নতুন ওয়েবসাইট ডিজিটা ম্যাগাজিন, ই নিউজ পেপার্স, লাইভ আর ভিডিও আছে।
নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।