এবার জিও গ্রাহকদের জন্য দুঃসংবাদ বাড়ছে কোম্পানির ট্যারিফ!

এবার জিও গ্রাহকদের জন্য দুঃসংবাদ বাড়ছে কোম্পানির ট্যারিফ!
HIGHLIGHTS

রিলায়েন্স জিও বলেছে যে তারা সামনের কয়েক সপ্তাহের মধ্যে ট্যারিফ বাড়াবে

আর এতে ডাটা স্পিডে কোন সমস্যা হবে না

ভারতী এয়ারটেল আর ভোডাফোন আইডিয়া তাদের ট্যারফি বাড়ানোর কথা জানানোর পরে এবার রিলায়েন্স জিও ও মঙ্গলবার বলেছে যে তারা আগামী কয়েক সপ্তাহের মধ্যে দূরসঞ্চার পরিষেবার দাম বেরেছে। কোম্পানি একটি বয়ানে বলেছে যে এই ট্যারিফ য়ে দরকারি বৃদ্ধি হবে।

কোম্পানি বলেছে যে ,”বাকি অপারেটারদের মতন আমরা সরকারের সঙ্গে কাজ করি আর এর জন্য ভারতীয় গ্রাহকদের লাভ দেওয়ার জন্য উদ্যোগ মজবুদ করার যাবে আর সামনের কয়েক সপ্তাহের মধ্যে কিছু ট্যারিফ বৃদ্ধি করা যাতে ডাটার স্পিড সমস্যা হবে না”।

ভারতী এয়ারটেল আর ভোডাফোন আইডিয়া 1 ডিসেম্বর থেকে গ্রাহকদের জন্য ট্যারিফ বারানোর পরিকল্পনা করেছে। আর দুটি কোম্পানি সেপ্টেম্বর 2019 য়ের শেষে বড় রকমের লোকসান দেখেছে যে সংখ্যা প্রায় 74,000 কোটির কাছাকাছি।

ভোডাফোন আইডিয়া বলেছে যে কি করে ভারতে মোবাইল ডাটা দাম সারা বিশ্বে সব থেকে কম আর এখানে মোবাইল ডাটার চাহিদা বাড়তে থাকছে। আর নিজদের এই অবস্থা থেকে কোম্পানি 1 ডিসেম্বর 2019 থেকে তাদের ট্যারিফ বাড়াচ্ছে। আর এর সঙ্গে সঠিক ভাবে দেখা যাচ্ছে যে গ্রাহকরা এক্সট্রা সমস্যায় পরবেন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo