digit zero1 awards

Jio, Airtel, Vi এবং BSNL-এর 50 টাকার কম দামে আসে এই প্রিপেইড প্ল্যান

Jio, Airtel, Vi এবং BSNL-এর 50 টাকার কম দামে আসে এই প্রিপেইড প্ল্যান
HIGHLIGHTS

50 টাকার কম দামে আসা Reliance Jio, Airtel, Vodafone এবং BSNL এর প্ল্যান সম্পর্কে জেনে নিন

Reliance Jio, Airtel, Vodafone এবং BSNL-এর এমন অনেক প্ল্যান আসে যা বেশি ডেটা এবং আনলিমিটেড কলিং সুবিধা সহ আসে

Prepaid Plans Under Rs. 50: টেলিকম সংস্থা তাদের গ্রাহকদের আরও ভাল পরিষেবা দেওয়ার জন্য বিভিন্ন ধরণের প্ল্যান সরবরাহ করে। Reliance Jio, Airtel, Vodafone এবং BSNL সংস্থারা এমন অনেক প্ল্যান সরবরাহ করে যা বেশি ডেটা এবং আনলিমিটেড কলিং সুবিধা সহ আসে। এর পাশাপাশি এগুলির দামও বেশি। একই সাথে এমন অনেক প্ল্যান রয়েছে যার দাম 50 টাকারও কম। এতে গ্রাহকরা বেশি সুবিধা পান। এখানে আমরা আপনাদের 50 টাকার কম দামে আসা Reliance Jio, Airtel, Vodafone এবং BSNL এর প্ল্যান সম্পর্কে বলবো।

Reliance Jio 50 টাকার কম দামে আসা এই প্ল্যান:

  • 11 টাকার প্ল্যানে গ্রাহকদের 1 জিবি ডেটা দেওয়া হয়। প্ল্যানের বৈধতা গ্রাহকের বিদ্যমান প্ল্যানের সমান হবে।
  • 21 টাকার প্ল্যানে গ্রাহকদের 2 জিবি ডেটা দেওয়া হয়। এই প্ল্যানের বৈধতা ব্যবহারকারীর বিদ্যমান প্ল্যানের সমান হবে।

Vodafone Idea 50 টাকার কম দামে আসা এই প্ল্যান:

  • 16 টাকার প্ল্যানে গ্রাহকদের 24 ঘন্টার জন্য 1GB ডেটা দেওয়া হচ্ছে।
  • 19 টাকার প্ল্যানে গ্রাহকদের 2 দিনের মেয়াদ দেওয়া হচ্ছে। এছাড়াও 200Mb ডেটাও দেওয়া হয়। এর পাশাপাশি যে কোনও নেটওয়ার্কে কল করার সুবিধা দেওয়া হচ্ছে।
  • 39 টাকার প্ল্যানে গ্রাহকদের 30 টাকার টকটাইম দেওয়া হচ্ছে। এছাড়াও 100Mb ডেটাও দেওয়া হচ্ছে। এই প্ল্যানের বৈধতা 14 দিন।
  • 48 টাকার প্ল্যানে গ্রাহকদের 28 দিনের মেয়াদ সহ 3 জিবি ডেটা দেওয়া হচ্ছে।
  • 49 টাকার প্ল্যানে গ্রাহকদের 38 টাকার টকটাইম দেওয়া হচ্ছে। এছাড়াও 100Mb ডেটাও রয়েছে। এর পাশাপাশি অ্যাপ / ওয়েব এক্সক্লুসিভ অফারের আওতায় 200Mb ডেটা অতিরিক্ত দেওয়া হচ্ছে। এই প্ল্যানে মোট 300Mb ডেটা দেওয়া হচ্ছে। এই প্ল্যানের বৈধতা 28 দিন।

Airtel 50 টাকার কম দামে বাজারে আসে এই প্ল্যান:

  • 19 টাকার প্ল্যানে গ্রাহকদের 2 দিনের মেয়াদ দেওয়া হচ্ছে। এতে 200Mb ডেটা দেওয়া হচ্ছে। এর পাশাপাশি যে কোনও নেটওয়ার্কে কল করার সুবিধা দেওয়া হচ্ছে।
  • 45 টাকার প্ল্যানে গ্রাহকদের 28 দিনের মেয়াদ দেওয়া হচ্ছে।
  • 48 টাকার প্ল্যানে গ্রাহকদের 28 দিনের মেয়াদ সহ 3 জিবি ডেটা দেওয়া হচ্ছে।
  • 49 টাকার প্ল্যানে গ্রাহকদের 38.52 টাকার টকটাইম দেওয়া হচ্ছে। এছাড়াও, 100Mb ডেটা এবং 28 দিনের মেয়াদ দেওয়া হচ্ছে।

BSNL 50 টাকার কম দামে আসা এই প্ল্যান:

  • সংস্থা সম্প্রতি FRC 47 লঞ্চ করেছে। এই প্ল্যানের আওতায় আনলিমিটেড কলিং সুবিধা দেওয়া হচ্ছে। গ্রাহকরা রোমিং, এসটিডি এবং লোকল কল করতে পারবেন। এছাড়াও, 14GB ডেটাও দেওয়া হচ্ছে। প্রতিদিন 100 এসএমএসও থাকছে। এই প্ল্যানের বৈধতা 28 দিন। এই প্ল্যান বর্তমানে চেন্নাই এবং তামিলনাড়ুতে পাওয়া যাচ্ছে। এটি শীঘ্রই অন্যান্য সার্কেলে পাওয়া যাবে।
  • 49 টাকার রিচার্জে গ্রাহকদের 2GB ডেটা দেওয়া হচ্ছে। এছাড়াও, কল করার জন্য 100 মিনিট সময় দেওয়া হচ্ছে। এই প্ল্যানের বৈধতা 28 দিন।
Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo