এবার পেটিএম দ্বারা রিচার্জ করা যাবে আপনার রিলায়েন্স জিও’তে

এবার পেটিএম দ্বারা রিচার্জ করা যাবে আপনার রিলায়েন্স জিও’তে
HIGHLIGHTS

পেটিএম ছাড়াও মোবাইল রিচার্জ ওয়েবসাইট, যেমন- MobiKwik, FreeCharge ইত্যাদি থার্ড পার্টি রিচার্জ ওয়েবসাইটেও জিও'কে নথিভুক্ত করা হয়েছে।

চাইনিজ সংস্থা পেটিএমের (paytm) সঙ্গে 'গাঁটছড়া' বাঁধল ভারতের বিলিয়নেয়ার, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিক মুকেশ আম্বানির টেলি কমিউনিকেশন কোম্পানি রিলায়েন্স। ভারতের সব থেকে বড় ডিজিটাল পেমেন্টস কোম্পানি এবার নিজেদের অ্যাপ্লিকেশনে রিলায়েন্স জিও'কে অন্তর্ভূক্ত করল। যার ফলে জিও উপভোক্তারা (প্রিপেড) পেটিমে পে করেই নিজের সময় অনুযায়ী পরিষেবা উপভোগ করতে পারবে।

আরও দেখুন : নকিয়া এবং #HMD গ্লোবাল তার নতুন নকিয়া 3310 কে চালু করে..

শুধু প্রিপেড উপভোক্তাই নয়, পোস্টপেড গ্রাহকরাও পাবেন বিল পেমেন্ট করারা সুবিধা! তবে সেটা এখনই নয়। পোস্টপেড বিল পেমেন্ট নিয়ে কথা বার্তা চালাচ্ছে পেটিএম এবং জিও, উভয় পক্ষই।

পেটিএম ছাড়াও মোবাইল রিচার্জ ওয়েবসাইট, যেমন- MobiKwik, FreeCharge ইত্যাদি থার্ড পার্টি রিচার্জ ওয়েবসাইটেও জিও'কে নথিভুক্ত করা হয়েছে। উপভোক্তারা এই  ওয়েবসাইটগুলো থেকেও রিচার্জ করাতে পারবেন।

আরও দেখুন : Samsung Galaxy C5 Pro স্মার্টফোন স্ন্যাপড্রাগন 626 SoC এর সঙ্গে হল লঞ্চ

আরও দেখুন : BSNL ইমেল এর সঙ্গে দেবে ১০০ জিবি স্টোরেজ স্পেস

Team Digit

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo