digit zero1 awards

Jio-র দুর্দান্ত প্ল্যান, 2 টাকা বেশি খরচে 93GB অতিরিক্ত ডেটা এবং একাধিক অফার

Jio-র দুর্দান্ত প্ল্যান, 2 টাকা বেশি খরচে 93GB অতিরিক্ত ডেটা এবং একাধিক অফার
HIGHLIGHTS

Jio-র 597 টাকার প্ল্যানে 90 দিনের ভ্যালিডিটি দেওয়া হচ্ছে

Reliance Jio 599 টাকার প্ল্যানের থাকছে 2 জিবি হাইস্পিড ডেটা

জিওর 597 টাকার প্ল্যানের তুলনায় 599 টাকার প্ল্যানে মাত্র 2 টাকার বেশি খরচে দ্বিগুণ ডেটা পাবেন

মুকেশ আম্বানির কোম্পানি Reliance Jio খুব অল্প সময়েই টেলিকম সেক্টারে নিজের জায়গা তৈরি করেছে। Jio গ্রাহকদের আকৃষ্ট করতে এবং আরও বেশি সংখ্যক গ্রাহক বাড়াতে নতুন- নতুন প্ল্যান অফার করে চলেছে। পাশাপাশি, গ্রাহকরাও এমন কিছু প্ল্যানের খোঁজ করেন, যাতে কম টাকার খরচে বেশি সুবিধা পাওয়া যায়। আজ আমরা এখানে এমন একটি প্ল্যান সম্পর্কে বলবো যেখানে আপনি মাত্র 2 টাকার কম খরচে অনেক বেশি সুবিধা পেতে পারেন। তবে আসুন জেনে নেওয়া যাক যে কোন প্ল্যানে আপনি বেশি সুবিধা পাবেন।

Reliance Jio-র 597 টাকার প্ল্যান

Jio-র 597 টাকার প্ল্যানে 90 দিনের ভ্যালিডিটি দেওয়া হচ্ছে। পাশাপাশিই এই ভ্যালিডিটিতে গ্রাহকরা মোট 75GB ডেটা সুবিধা পাবেন। তার সাথে থাকছে তিন মাসের জন্য আনলিমিটেড ভয়েস কলিং অফার। অতিরিক্ত অফারের মধ্যে বিনামূল্যে প্রতিদিন 100 SMS এবং Jio Apps বিনামূল্যে ব্যবহারের সুযোগ থাকছে।

Jio 599 টাকার প্ল্যান

Reliance Jio-র রিচার্জ প্ল্যানের দাম 599 টাকা। Jio 599 টাকার প্ল্যানের থাকছে 2 জিবি হাইস্পিড ডেটা। এর পাশাপাশি এই প্ল্যানের ভ্যালিডিটি 84 দিনের। অর্থাৎ গ্রাহকরা পাবেন মোট 168 জিবি ডেটা। যদি হিসাবে দেখা যায় তবে এই প্ল্যানে 1 জিবি ডেটা গ্রাহকরা পেয়ে যাবেন মাত্র সাড়ে 3 টাকায়! তবে প্রতিদিন পাওয়া ডেটা লিমিট শেষ হওয়ার পর গ্রাহকরা 64 কেবিপিএস স্পিড ইন্টারনেটর পাওয়া যাবে।

মাত্র 2 টাকার বেশি খরচে 93GB অতিরিক্ত ডেটা

তবে দেখুন কীভাবে জিওর 597 টাকার প্ল্যানের তুলনায় 599 টাকার প্ল্যানে মাত্র 2 টাকার বেশি খরচে আপনি দ্বিগুণ ডেটা পাবেন। 597 টাকার প্ল্যানে মোট 75GB ডেটা পাওয়া যায়। তবে 599 টাকার প্ল্যানে 168GB ডেটা পাওয়া যায়, যা দ্বিগুণেরও বেশি। তবে বলে দি যে 597 টাকার প্ল্যানের তুলনায় 599 টাকার প্ল্যানে 6 দিনের ভ্যালিডিটি কম। 597 টাকার প্ল্যানে 90 দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। যেখানে 599 টাকার প্ল্যানে 84 দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। আপনার যদি বেশি ডেটার প্রয়োজন হয় তবে 599 টাকার প্ল্যান আপনার জন্য কম দামি হবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo