রিলায়েন্স জিও মাত্র 83 দিনে বানালো 50 মিলিয়ন গ্রাহক
কোম্পানি প্রতি মিনিটে 1000 নতুন গ্রাহক কে নিজেদের সাথে যোগ করছে.
83 দিন হল রিলায়েন্স জিও-র ফ্রি ওয়েলকাম অফারের ঘোষণা করেছেন মুকেশ আম্বানি। 5 সেপ্টেম্বর তারিখে রিলায়েন্স জিও-র ঘোষণা হয়। তারপর থেকে রিলায়েন্স জিও-র গ্রাহকের সংখ্যা চোখে পড়ার মতো হারে বেড়ে গিয়েছে। টেলিকম সংস্থাগুলিও প্রতিযোগিতার বাজারে নেমে পড়েছে। আনলিমিডেট ফ্রি পরিষেবা দেওয়ায় সবাই সবাইকে ছাপিয়ে যেতে চাইছে। কিন্তু টেলিকম দুনিয়ায় এমনটা আগে কখনও দেখা যায়নি। যা রিলায়েন্স জিও-র ক্ষেত্রে হল।
আরও দেখুন : এবার দূরবর্তী এলাকাতে ও 4G পরিষেবা নিয়ে হাজির হচ্ছে ভোডাফোন
একটি সূত্র থেকে জানা গিয়েছে, গ্রাহক সংখ্যায় রেকর্ড করেছে রিলায়েন্স জিও। প্রতি মিনিটে 1 হাজার জন ব্যক্তি জিও সাবস্ক্রাইব করেছেন। 1 দিনে জিও সাবস্ক্রাইব করার সংখ্যাটা 6 লক্ষ। সারা বিশ্বের মধ্যে জিও-ই একমাত্র টেলিকম কোম্পানি, যাদের 83 দিনে সাবস্ক্রাইব করা ব্যক্তির সংখ্যাটা 5 কোটি।
অন্যান্য সার্ভিস প্রোভাইডরগুলির সাবস্ক্রাইবারের তুলনার সংখ্যাটা একবার জেনে নিন। 5 কোটি সাবস্ক্রাইবার করতে এয়ারটেলের লেগেছে ১২ বছর। ভোডাফোন এবং আইডিয়ার লেগেছে 13 বছর।
আরও দেখুন : মোটো M স্মার্টফোন শীঘ্রই ভারতে হবে লঞ্চ
আরও দেখুন : 3G ফোনে মিলবে 4G নেট, এই অ্যাপ এর মাধ্যমে
Team Digit
Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile