digit zero1 awards

Jio-র সবচেয়ে সস্তা 3 মাসের ভ্যালিডিটি Prepaid Plan, দেখে নিন লিস্ট

Jio-র সবচেয়ে সস্তা 3 মাসের ভ্যালিডিটি Prepaid Plan, দেখে নিন লিস্ট
HIGHLIGHTS

Jio 14 দিন থেকে 365 দিনের প্ল্যান অফার করে

রিলায়েন্স জিওর প্রায় তিন মাস চলার প্ল্যান 329 টাকা

Jio-এর কিছু প্ল্যান বেশি ডেটা সহ পাওয়া যায়, আবার কিছু প্ল্যান কম ডেটা অফার করে

দেশের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও (Reliance Jio) তার গ্রাহকদের জন্য অনেক প্ল্যান অফার করে। গ্রাহকরা প্রায়ই তাদের সুবিধা অনুযায়ী প্ল্যান খুঁজে পেতে অসুবিধার সম্মুখীন হন। Jio-এর কিছু প্ল্যান বেশি ডেটা সহ পাওয়া যায়, আবার কিছু প্ল্যান কম ডেটা অফার করে এবং সেগুলিও সস্তা। Jio 14 দিন থেকে 365 দিনের প্ল্যান অফার করে। আপনি যদি ঘন ঘন রিচার্জ করার ঝামেলা থেকে মুক্তি পেতে চান, তবে এই খবরটি আপনার কাজে লাগবে কারণ আজ আমরা আপনাকে Jio-এর সেই সমস্ত প্ল্যানগুলির কথা বলছি যা একটানা তিন মাস চলে।

Jio-এর সবচেয়ে সস্তা 3 মাসের প্ল্যান

রিলায়েন্স জিওর প্রায় তিন মাস চলার প্ল্যান 329 টাকা। এই প্ল্যানের ভ্যালিডিটি 84 দিনের। এই প্ল্যানের সাথে 6GB ডেটা পাওয়া যায়। প্ল্যানে ফ্রি কলিং, 1000 SMS পাঠানোর সুবিধা এবং জিও অ্যাপের সাবস্ক্রিপশন অফার করে।

Jio-এর 555 টাকার প্ল্যান

Jio-র কাছে তিন মাসের জন্য 555 টাকার প্ল্যান রয়েছে, এর ভ্যালিডিটি 84 দিনের। প্ল্যানে প্রতিদিন 1.5GB ডেটা পাওয়া যায়। অর্থাৎ, প্ল্যানে মোট 126GB ডেটা পাওয়া যাচ্ছে। জিওর এই প্ল্যানে প্রতিদিন ফ্রি কলিং এবং 100 SMS এর সুবিধা রয়েছে। প্ল্যানে Jio অ্যাপের সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যাবে।

Jio-এর 599 টাকা এবং 888 টাকার প্ল্যান

Jio-এর এই দুটি প্ল্যানেই 84 দিনের ভ্যালিডিটি পাওয়া যাচ্ছে। দুটি প্ল্যানেই প্রতিদিন বিনামূল্যে কল করার এবং 100টি SMS পাঠানোর সুবিধা রয়েছে। 599 টাকার প্ল্যানে প্রতিদিন 2GB ডেটা পাওয়া যাচ্ছে। অর্থাৎ প্ল্যানে মোট 168GB ডেটা পাওয়া যাচ্ছে।

888 টাকার প্ল্যানের কথা বললে, এতে মোট 173GB ডেটা পাওয়া যাচ্ছে। প্ল্যানে 1 বছরের জন্য Disney + Hotstar মোবাইল সাবস্ক্রিপশন অফার করা হয়। এই দুটি প্ল্যানেই Jio অ্যাপের সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যাবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo