digit zero1 awards

Reliance Jio-র এই প্ল্যানে 90GB পর্যন্ত ডেটা, 129 টাকার সবচেয়ে সস্তা প্ল্যান

Reliance Jio-র এই প্ল্যানে 90GB পর্যন্ত ডেটা, 129 টাকার সবচেয়ে সস্তা প্ল্যান
HIGHLIGHTS

রিলায়েন্স জিওর এই প্ল্যান 129 টাকা থেকে শুরু হয় এবং 499 টাকা পর্যন্ত রয়েছে

রিলায়েন্স জিও (Reliance Jio)-র কাছে 14 দিন থেকে 365 দিন পর্যন্ত রিচার্জ প্ল্যান রয়েছে

রিলায়েন্স জিওর 129 টাকার রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি 28 দিনের

রিলায়েন্স জিও (Reliance Jio)-র কাছে 14 দিন থেকে 365 দিন পর্যন্ত রিচার্জ প্ল্যান রয়েছে। Jio অনেক প্ল্যান খুবই কম দামি। আপনি যদি 1 মাস (28 দিন) পর্যন্ত চলার রিচার্জ প্ল্যান খুঁজছেন, তাহলে আমরা আপনাকে রিলায়েন্স জিওর সমস্ত রিচার্জ প্ল্যান সম্পর্কে বলছি যা 28 দিনের ভ্যালিডিটি দেয়। রিলায়েন্স জিওর এই প্ল্যান 129 টাকা থেকে শুরু হয় এবং 499 টাকা পর্যন্ত রয়েছে। তবে আসুন জেনে নেওয়া যাক Jio-র এই প্ল্যানে ইউজাররা কী কী সুবিধা পাবেন।

Jio 129 টাকার রিচার্জ প্ল্যান

129 টাকার রিচার্জ প্ল্যান রিলায়েন্স জিওর ভ্যালু প্ল্যানের অংশ। জিওর এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। প্ল্যানে ইউজাররা মোট 2GB ডেটা পাবেন। অর্থাৎ এই প্ল্যানে যে ডেটা পাওয়া যায় তা কম। এই প্ল্যানে যে কোন নেটওয়ার্কে ফ্রি কলিং সুবিধা পাওয়া যায়। প্ল্যানে, আপনি 300 এসএমএস পাঠানোর সুবিধা দেওয়া হবে। এছাড়াও, জিও অ্যাপের সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যায়।

199 টাকার প্ল্যান, প্রতিদিন 1.5 জিবি ডেটা

Jio-র 199 টাকার রিচার্জ প্যাকে প্রতিদিন 1.5 জিবি ইন্টারনেট ডেটা দেওয়া হয়। এই প্যাকের ভ্যালিডিটি 28 দিনের। অর্থাৎ গ্রাহক এই রিচার্জ প্যাকে মোট 42GB ডেটার সুবিধা পাবেন। সাথে থাকছে এই প্রিপেইড প্যাকে আনলিমিটেড ভয়েস কলিং। এছাড়া গ্রাহকরা প্রতিদিন বিনামূল্যে 100 এসএমএস পাঠাতে পারবেন। জিওর এই রিচার্জে জিও টিভি, জিও সিনেমা সহ সমস্ত জিও অ্যাপসের সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যায়।

249 টাকার প্ল্যান, প্রতিদিন 2GB ডেটা

রিলায়েন্স জিও তার 249 টাকার রিচার্জ প্ল্যান সুপার ভ্যালু ক্যাটাগরিতে রেখেছে। এই প্ল্যানের মেয়াদ 28 দিন। প্ল্যানে প্রতিদিন 2GB ডেটা দেওয়া হয়। প্ল্যানে মোট 56GB ডেটা দেওয়া হয়েছে। প্ল্যানে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং পাওয়া যাবে। প্রতিদিন 100 এসএমএস পাঠানোর সুবিধা সহ প্ল্যানে জিও অ্যাপের বিনামূল্যে সাবস্ক্রিপশন দেওয়া হয়।

349 এবং 499 টাকার প্ল্যান, প্রতিদিন 3 জিবি ডেটা

Jio- এর এই দুটি প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। 349 টাকার প্ল্যানে প্রতিদিন 3GB ডেটা দেওয়া হয়। এই প্ল্যানে মোট 84GB ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানে প্রতিদিন 100 SMS পাঠানোর সুবিধা সহ Jio অ্যাপের সাবস্ক্রিপশন দেওয়া হয়। Jio এর 499 টাকার প্ল্যানে প্রতিদিন 3GB ডেটা সহ 6GB অতিরিক্ত ডেটা দেওয়া হয়। অর্থাৎ এই প্ল্যানে মোট 90GB ডেটা পাওয়া যাবে। Disney+ Hotstar সাবস্ক্রিপশন প্ল্যানে পাওয়া যায়। এই প্ল্যানে প্রতিদিন 100 টি SMS পাঠানোর সুবিধা রয়েছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo