নতুন একটি অ্যাপ নিয়ে আসতে চলেছে রিলায়েন্স জিও। যার মাধ্যমে 3G গ্রাহকরাও উপভোগ করতে পারবেন ৪জি রিলায়েন্স জিও পরিষেবার সুবিধা।
লঞ্চ করার পর থেকেই রিলায়েন্স জিও ভারতের ইন্টারনেট পরিষেবা ও টেলিকম দুনিয়ায় বিপ্লব এনেছে৷ জিও- ওয়েলকম অফারে বিনামূল্য ভয়েস কল ও ডেটা পরিষেবার ঘোষণা করেছিলেন রিল্যায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানি৷ এরপর থেকেই জিও নিয়ে মানুষের মধ্যে উৎসাহ তুঙ্গে৷ জিও-র পরিষেবা পেতে হিড়িক পড়ে গিয়েছে মানুষের মধ্যে৷ জিও সিমের জন্য লাইনে দাঁড়াতে দেখা গিয়েছে মানুষকে৷ কিন্তু জিও সিম ব্যবহারের ক্ষেত্রে বাধা ছিল একটি৷ জিও-র পরিষেবা পেতে হলে আপনার কাছে থাকতে হবে 4G হ্যান্ড সেট৷ তাই 3G ফোন ব্যবহারকারীরা এই সিম ব্যবহার করতে পারছিলেন এত দিন৷ এবার ৩জি ফোন ব্যবহারকারীদের জন্যেও রেয়েছে সুখবর৷ এবার থেকে কেবল 4G হ্যান্ডসেট নয়৷ রিল্যায়েন্স জিও সিম ব্যবহার করা যাবে 3G ফোনেও৷ সম্প্রতি এমনই একটি গুজব রটেছে৷
সংস্থা সূত্রে খবর, চলতি মাসের শেষে নতুন একটি অ্যাপ নিয়ে আসতে চলেছে রিলায়েন্স জিও। যার মাধ্যমে ৩জি গ্রাহকরাও উপভোগ করতে পারবেন ৪জি রিলায়েন্স জিও পরিষেবার সুবিধা। এমনকী নতুন বছরের শুরুর দিন থেকে ৩জি পরিষেবাতে তাঁরা হ্যাপি নিউ ইয়ার অফারও পাবেন। যার মধ্যে থাকছে ফ্রি ভয়েস কল ও রোমিং সার্ভিসের সবটাই।
এই মুহূর্তে রিল্যায়েন্স জিও সিম কেবল 4G-LTE স্মার্টফোনেই ব্যবহার করা যেতে পারে৷ তবে কয়েকটি রিপোর্ট অনুযায়ী, রিল্যায়েন্স 3G ব্যবহারকারীদের জন্য নিয়ে আসতে চলেছে একটি অ্যাপ৷ এই অ্যাপের মাধ্যমে 3G গ্রাহকরা জিও পরিষেবা উপভোগ করতে পারবেন৷ যদি এই গুজব সত্যি হয় ও এমন একটি অ্যাপ বাজারে আসে তাহলে তাতে হ্যাপি নিউ ইয়ার অফারও পাবেন গ্রাহকরা৷ তবে এই বিষয়ে এখনও রিল্যায়েন্স জিও-র তরফে কিছু জানানো হয়নি৷