Vodafone তাদের 199 টাকা আর 399 টাকার প্ল্যানে এবার এই বেনিফিট দিচ্ছে

Updated on 14-Dec-2018
HIGHLIGHTS

টেলিকম অপারেটার ভোডাফোন তাদের দুটি প্রিপেড প্ল্যান 199 টাকা আর 399 টাকার বেনিফিটের পরিবর্তন করেছে

আমরা জানি যে এই সময়ে ভারতের টেলিকম বাজারে প্রতিদিনই নতুন নতুন প্ল্যান আসছে। আর কোম্পয়ানি গুলি এর সঙ্গে নিজেদের বর্তমান প্ল্যানে পরিবর্তন করছে আর নতুন কিছু দিচ্ছে। Vodafone সম্প্রতি তাদের 169 টাকা দামের প্ল্যান নিয়ে এসেছে যা ইউজার্সরা 28 দিনের জন্য প্রিতিদিন 1GB ডাটা দিচ্ছে আর আনলিমিটেড কলিং দিচ্ছে। আর এই সময়ে কোম্পানি তাদের 199 টাকা আর 399 টাকা দামের প্ল্যানে এই পরিবর্তন করেছে।

ভোডাফোনের 199 টাকার প্ল্যান

আমরা যদি 199 টাকা দামের প্রিপেড প্ল্যানের বিষয়ে কথা বলি তবে এবার প্রতিদিন 1.5Gb 2G/3G/4G ডাটা অফার করা হচ্ছে তবে 28 দিনের বৈধতার সঙ্গে এই প্ল্যানটি এসেছে। আর ইউজার্সরা এই প্ল্যানে আনলিমিটেড লোকাল আর ন্যাশানাল কলিং প্রতিদিন 100 টি SMS আর আনলিমিটেড রোমিং পাবে। আর এর আগে এই প্ল্যানে ইউজার্সরা প্রতিদিন 1.4GB ডাটা পাচ্ছিল।

ভোডাফোনের 399 টাকার প্রিপেড প্ল্যান

আর এছাড়া ভোডাফোনের 399 টাকার প্রিপেড প্ল্যানের বিষয়ে আমরা যদি বলি তবে এই প্ল্যানে ইউজার্সরা আনলিমিটেড লোকাল, ন্যাশানাল কলিং আর প্রতিদিন 100 টি SMS আর আনলিমিটেড ন্যাশানাল রোমিং কল পাচ্ছে। আর এর মানে এই যে ইউজার্সরা 84 দিনের জন্য প্রিদিন 84 GB ডাটা পাচ্ছে। আর এই রিচার্জে ইউজার্সরা আগে প্রতিদিন 1.4Gb ডাটা পেত আর এর বৈধতা ছিল 70 দিনের। আর এবার কোম্পানি প্ল্যানটির বৈধতা 14 দিন বাড়িয়ে দিয়েছে। আর আর এখন প্রতিদিন 1.4Gb ডাটার বদলে প্রতিদিন 1GB ডাটা পাওয়া যাচ্ছে।

আর দুটি প্ল্যানেই আউটগোয়িং কলের জন্য FUP লিমিট আছে। আর ইউজার্সরা প্রতিদিন 250 মিনিট আর প্রতি সপ্তাহে 1,000 মিনিটের ব্যাবহার করতে পারে আর এই লিমিট শেষ হলে ইউজার্সরা 1.2 পয়সা প্রতি সেকেন্ড বা 1 টাকা প্রতি মিনিট হিসাবে চার্জ দিতে হবে।

Connect On :