ভোডাফোন 597 টাকার এই প্ল্যানটির বৈধতা স্মার্টফোন ইউজার্সদের জন্য 112 দিন আর ফিচার ফোন ইউজার্সদের জন্য 168 দিন
এয়ারটেলকে প্রতিযোগিতায় ফেলার জন্য ভোডাফোণ দীর্ঘ দিন ধরে নতুন প্ল্যান নিয়ে আসছে, আর এই প্ল্যানটি স্পেশালি তাদের জন্য আনা হয়েছে যাদের প্রধান উদ্দেশ্য কল করা। আর এই প্ল্যানটির দাম 597 টাকা আর এটি 168 দিনের জন্য বৈধ। আর এই প্ল্যানের এই বৈধতা ফিচার ফোন ইউজার্সদের জন্য আর এই প্ল্যানটি স্মার্টফোন ইউজার্সদের জন্য 112 দিনের জন্য বৈধ।
Vodafone য়ের 597 টাকার প্ল্যান
ভোডাফনের এই নতুন প্ল্যানে ডাটা বেনিফিট আছে তবে এটি প্রধানত যে সব ইউজার্সরা ফোন কল বেশি করেন তাদের কথা মাথায় রেখে করা হয়েছে। এই প্ল্যানে ইউজার্সরা আনলিমিটেড লোকাল, STD আর রোমিং কল 10GB 4G/3G ডাটা আর প্রতিদিন 100টি SMS পাবেন আর এটি 112 দিনের জন্য বৈধ।
এই প্ল্যানে প্রতিদিন ইউজার্সরা 250 মিনিট আর প্রতিসপ্তাহে 1000 মিনিট পাবেন।
Airtel য়ের 597 টাকার প্ল্যান
এই প্ল্যানে ইউজার্সরা 597 টাকার প্রিপেড প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল কোন FUP লিমিট ছাড়া, প্রতিদিনের 100টি SMS আর 10GB ডাটা পাচ্ছেন। আর এই প্ল্যানটি 168 দিনের জন্য বৈধ। আর এর সঙ্গে রিলায়েন্স জিওর 594 টাকার প্ল্যানটি আছে যা জিওফোন ইউজার্সদের জন্য পাওয়া যাচ্ছে। আর এই প্ল্যানের সুবিধা 6 মাসের জন্য পাওয়া যাবে।
Vodafone য়ের 159 টাকার প্ল্যান
ভোডাফোন তাদের প্রিপেড ইউজার্সদের জন্য এই নতুন প্ল্যানটি নিয়ে এসেচধে এর দাম 159 টাকা। আর এই প্ল্যানে ইউজার্সরা প্রতিদিন 1GB ডাটা, আনলিমিটেড ভয়েস কলিং আর প্রতিদিন 100টি SMS পাচ্ছে। আর এই প্ল্যানটি 28 দিনের জন্য বৈধ। আর এই হিসাবে মোট 28GB ডাটা পাওয়া যাচ্ছে। আর এতে কলে ইউজার্সরা প্রতিদিন 250 মিনিট আর প্রতি সপ্তাহে 1000 মিনিট পাচ্ছে।