150Mbps য়ের স্পিডের সঙ্গে নতুন R217 4G MiFi ডিভাইস লঞ্চ করল ভোডাফোন

150Mbps য়ের স্পিডের সঙ্গে নতুন R217 4G MiFi ডিভাইস লঞ্চ করল ভোডাফোন
HIGHLIGHTS

এই ডিভাইসের ব্যাটারি 1,800mAH আর বলা হচ্ছে যে এটি একবার চারজ করলে 7 ঘন্টা পর্যন্ত ব্যাবহার করা যাবে

প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ভোডাফোন মোবাইল ডাটা প্ল্যানে পরিবর্তন করে একটি নতুন প্ল্যান নিয়ে এসেছে। প্রিপেড আর পোস্টপেড দুই ধরনের গ্রাহকরাই এই প্ল্যানের এই অফার পাবেন। আর এর জন্য আমরা যদি মোবাইল প্ল্যানের কথা বলি তবে কোম্পানি এবার Wi-Fi ডিভাইস হিসাবে নিজেদের নতুন ডিভাইস লঞ্চ করেছে।

ভোডাফোন তাদের নতুন R217 4G MiFi ডিভাইস লঞ্চ করেছে। আর এই ডিভাইসটি পোর্টেবেল আর এর ডায়মেনশান 87.6×59.6×12.9mm আর এর ওজন 78গ্রাম। TelecomTalk য়ের রিপোর্ট অনুসারে এর মাধ্যমে এক স্ম্যে 15জনু ইউজার্স 150MPS স্পিড পর্যন্ত Wi-Fi ব্যাবহার করতে পারবেন। আর এই ডিভাইসটি 150Mbps পর্যন্ত ডাউনলিং আর 50Mbps পর্যন্ত এমার্জেন্সি স্পিড অফার করার ক্ষমতা রাখে। LTE কানেকশানের জন্য 800/900/1800/2100Mhz ব্রাইজিং ব্যাবহার করা আর GSM য়ের জন্য 900/1800Mhz ব্রাউজিং ব্যাবহার করা যাবে।

এই ডিভাইসে একটি 1,800mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে, আর এর বিষয়ে আমরা যদি বলি তবে বলে হয়েছে যে এটি একবার চার্জ করলে 7 ঘন্টা পর্যন্ত চলবে। আর এছারা এই ডিভাইসে মাইক্রো SD কার্ড স্লট দেওয়া হ্যেছে আর যা 32GB পর্যন্ত কার্ড সাপোর্ট ক্রবে। আর সুরক্ষার ক্ষেত্রে এই MiFi ডিভাইসে APS অথেন্টিকেশান দেওয়া হ্যেছে। আর ইউজার্সরা হোয়াটসঅ্যাপে মনিটারিং অ্যাপের মাধ্যমে Wi-Fi ইউজার্সদের ওপর নজরও রাখা যাবে। আর এই ডিভাইসটি এক্তি আলাদা অয়াড প্লে ওয়েব ইউজার্স ইন্টারফেস যুক্ত।

ভোডাফোনের এই ডিভাইসের মাধ্যমে রিলায়েন্স জিও, এয়ারটেল আর BSNL কে প্রতিযোগিতায় ফেলতে চায়। আর এই কোম্পানি গুলি দীর্ঘদিন ধরে MiFi ডিভাইস নিয়ে এসেছে আর এবার তারা ব্রডব্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছে।

Digit.in
Logo
Digit.in
Logo