এই প্ল্যানটি এখন অল্প কিছু সার্কেলে পাওয়া যাচ্ছে কিন্তু এটি খুব তাড়াতাড়ি সারা দেশে নিয়ে আসা হতে পারে
ভোডাফোন জিওকে প্রতিযোগিতায় ফেলার জন্য এবার দুটি সস্তার প্রিপেড প্ল্যান নিএ এসেছে। এই দুটি প্ল্যানের দাম 569টাকা আর 511টাকা। আর এই দুটি প্ল্যানে যথাক্রমে 3GB আর 2GB ডাটা পাওয়া যাচ্ছে। আর এই দুটি প্ল্যানই 84দিনের জন্য বৈধ। আর এই প্ল্যানের মাধ্যমে কোম্পানি প্রতি GBতে 2.25টাকার গিগাবাইট দিচ্ছে আর এই প্ল্যানের মাধ্যমে কোম্পানি দীর্ঘ সময় ধরে রিলায়েন্স জিওর সঙ্গে তাদের প্রতিযোগিতায় অনেকটাই এগিয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
569টাকার নতুন প্ল্যান
569টাকার প্রিপেড প্ল্যানটিতে প্রতিদিন হাই স্পিডের 3GB 3G/4G ডাটা পাওয়া যাচ্ছে আর এই প্ল্যানটি 84দিনের জন্য বৈধ। আর এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল আর SMS পরিষেবা আছে। আর এর সঙ্গে ইউজার্সরা প্রতিদন 250মিনিটের ভয়েস কল আর প্রতি সপ্তাহে 1000মিনিটের ভয়েস কল পাবেন। আর সঙ্গে থাকছে প্রতিদিনের 100টি SMSয়ের সুযোগ।
511টাকার প্ল্যানে প্রতিদিন 2GB 3G/4G ডাটা পাওয়া যায়। আর এছাড়া এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল আর 100টি SMS অফার করা হয়েছে। আর এই প্ল্যানটিও 84দিনের জন্য বৈধ। আর এই প্ল্যানে ইউজার্সরা মোট 168GB ডাটা পাবে।
511টাকার ভোডাফোনের অন্য প্ল্যান
ভোডাফোনের এখন 549টাকা আর 509টাকার প্রায় সব বেনিফিটস পাওয়া যাচ্ছে। আর আমরা যদি 549টাকার প্রিপেড প্ল্যানটি দেকি তবে এতে ইউজার্সরা প্রতিদিন 3.5GB ডাটা পাবে আর এর বৈধতা 28দিনের আর সেখান 509টাকার প্ল্যানে প্রতিদিন 1.4GB ডাটা পাওয়া যাচ্ছে আর এরটি 90দিনের জন্য বৈধ।
তবে একটাই খারাপ যে ভোডাফোনের 569 আর 511টাকার প্রিপেড প্ল্যানটি এখন সুধু কিছু সার্কেলেই পাওয়া যাচ্ছে। আর বর্তমানে আর কোন ভারতীয় টেলিকম কোম্পানি 84দিনের জন্য প্রতিদিন 3GB ডাটা দিচ্ছেনা।