রিলায়েন্স জিও ফোন 2 লঞ্চ হল, দাম 2999টাকা

Updated on 05-Jul-2018
HIGHLIGHTS

কোম্পানি এই বার জিওফোনে হরাইজেন্টালি স্ক্রিন ভিউইং অভিজ্ঞতা আর ফুল কিপ্যাডের সঙ্গে নিয়ে এসেছে, এটি দেখতে ব্ল্যাকবেড়ি ফোনের মতন

গত বছর রিলায়েন্স জিও তাদের ফিচার ফোন নিয়ে এসে এক নতুন রেকর্ড তৈরি করেছি। আর কোম্পানি দাবি করেছিল যে খুব তাড়াতাড়ি জিওফোনে ফেসবুক, ইউটিউব আর হোয়াটসঅ্যাপ থাকবে। আর আজকে মুকেশ আম্বানির মেয়ে আর রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্তার ইশা আম্বানি ঘোষনা করেছে যে এবার জিওফোনে ফেসবুক, ইউটিউব আর হোয়াটসঅ্যাপ আসবে। আর এই অ্যাপ ভয়েস কমান্ডেও চলবে আর এর মানে এই যে ইউজার্সদের ভিডিও প্লে করার জন্য নিজেদের ভয়েস ব্যাবহার করতে হবে। এই ফিচার্স এই বছর 15আগস্ট সব জিওফোন ইউজার্সরা পাবেন

আর এর সঙ্গে কোম্পানি জিওফোন 2য়ের ঘোষনাও করে দিয়েছে, যা আসলে জিওফোনের একটি হাইএন্ড মডেল। আর এট হরাইজেন্টাল স্ক্রিন বিউটি অভিজ্ঞতা আর ফুল কিপ্যাড যুক্ত। আর এই ফোনের দাম 2,999টাকা।

এই ফোনটি জিওফোনের মতন KaiOS অপারেটিং সিস্টেম যুক্ত আর এটি 512MB র‍্যাম আর 4GB রোম যুক্ত, আর এছাড়া এর স্টোরেজকে SD কার্ডের মাধ্যমে এক্সপেন্ড করা যাবে যা 128GB পর্যন্ত করা যাবে। আর এই ফোনের ব্যাটারি 2,00mAh য়ের।

এই ডিভাইসটিতে 2.4ইঞ্চির QVGA ডিসপ্লে আছে আর এটি 2MPর রেয়ার ক্যামেরা আর VGA ফ্রন্ট ক্যামেরা যুক্ত। কানেক্টিভিটির জন্য এই ফোনে ডুয়াল সিম, LTE, VoLTE আর VoWi-Fi দেওয়া হয়েছে। আর এই ফোনে FM রেডিও, ব্লুটুথ, GPS, Wi-Fi আর NFC সাপোর্ট আছে। আর এই ফোনে এবার ফেসবুক , ইউটিউব আর হোয়াটসঅ্যাপ করা যাবে।     

এবার Cashify তে নিজেদের পুরনো মোবাইল বিক্রি করে সঙ্গে সঙ্গে টাকা পান। 200টাকার এক্সট্রাক্যাশব্যাকে পাওয়ার জন্য DIGIT কোডের ব্যাবহার করুন

Connect On :