ভারতীয় এয়ারটেল তাদের 448 টাকার প্রিপেড প্ল্যানের সঙ্গে 8.2GB বেশি ডাটা দিচ্ছে

Updated on 07-Jan-2019
HIGHLIGHTS

আমরা যদি 448 টাকার প্রিপেড প্ল্যানের বিষয়ে কথা বলি তবে আপনাদের জানিয়ে রাখি যে এই প্ল্যানে আপনারা এবার আগের থেকে বেশি ডাটা পাবেন

ভারতী এয়ারটেল তাদের প্রিপেড প্ল্যানে পরিবর্তন করেই চলেছে। আর আপনারা জানেন যে এয়ারটেল ভারতের বাজারে একটি বড় নাম, আর এও বলা যায় যে এটি ভারতের টেলিকম বাজারে একদম টপে আছে। আর সম্প্রতি কোম্পানি তাদের পোর্টফোলিও থেকে তাদের বেশি রিচার্জ হওয়া প্ল্যান গুলি রিমুভ করে দিয়েছে।

আপনাদের বলে রাখি যে এয়ারটেল তাদের 199 টাকা, 448 টাকা আর 508 টাকার প্রিপেড প্ল্যানে 1.4GB ডেলি ডাটা অফার করে। আর আপনাদের বলে রাখি যে কোম্পানি এর আগেই 199 টাকার প্রিপেড প্ল্যান রিভাইজ করেছে আর এবার আপনারা 1.5GB ডেলি ডাটা অফার করছে। আর এই প্ল্যানটি 28 দিনের জন্য বৈধ।

নিজেদের 199 টাকার প্রিপেড প্ল্যানে কিছু পরিবর্তনের পরে এবার কোম্পানি তাদের 169 টাকার ওপেন মার্কেট প্ল্যান নিয়ে এসেছে। আর এছাড়া কোম্পানি তাদের 399 টাকা আর 448 টাকার প্রিপেড প্ল্যানে পরিবর্তন করেছে। আর আমরা যদি 448 টাকার প্রিপেড প্ল্যানটির বিষয়ে দেখি তবে বলে রাখি যে আপনারা এই প্ল্যানে আগের থেকে বেশি ডাটা পাবেন।

এই প্ল্যানে এবার আপনারা 114.8GB ডাটা পাবেন আর আপনারা এই প্রিপেড প্ল্যানে কোম্পানির তরফে 123GB ডাটা পাবেন। আর এর মানে এই যে আপনারা এই প্ল্যানে এবার প্রায় 8.2GB ডাটা বেশি পাচ্ছেন। আর এর মানে এই যে এবার 199 টাকার প্রিপেড প্ল্যানের মতন এই প্ল্যানে আপনারা 1.5GB ডেলি ডাটা পাচ্ছেন। আর সেখানে 399 টাকার প্ল্যানে আপনারা কম ডাটা পাচ্ছেন।

Connect On :