জিওর থেকেও সস্তা!! এয়ারটেলের ৯০ দিনের দুর্দান্ত ডেটাপ্যাক

জিওর থেকেও সস্তা!! এয়ারটেলের ৯০ দিনের দুর্দান্ত ডেটাপ্যাক
HIGHLIGHTS

৯০ দিনের দুর্দান্ত মোবাইল ডেটাপ্যাক নিয়ে এল এয়ারটেল। ৩০জিবি ৪জি ডেটা। ৯০ দিনের ভ্যালিডিটি। দাম ১৪৯৫ টাকা।

এয়ারটেল এর এখানেই এক চালে কিস্তিমাত করলো রিলায়েন্স জিও কে ! জোর টেক্কা জিওকে। জিওর ট্যারিফ প্ল্যানে প্রতি জিবি ডেটার জন্য দাম পড়বে ৫০ টাকা। আর এয়ারটেলের নতুন এই ডেটা প্ল্যানে প্রতি জিবি ডেটার দাম দাঁড়াচ্ছে ৫০ টাকারও কম। ৯০ দিনের দুর্দান্ত মোবাইল ডেটাপ্যাক নিয়ে এল এয়ারটেল। ৩০জিবি ৪জি ডেটা। ৯০ দিনের ভ্যালিডিটি। দাম ১৪৯৫ টাকা।

আরও দেখুন: ভোডাফোন নিয়ে এলো তাদের গ্রাহকের জন্য দারুন ফ্লেক্স প্রিপেড প্যাক

নতুন প্ল্যানটি পাওয়া যাবে প্রিপেইড কানেকশনের ক্ষেত্রে। নতুন যারা এয়ারটেলের প্রিপেইড কানেকশন নেবেন, তাদের জন্য এই প্ল্যানে রয়েছে আরও একটু ছাড়। প্রথম রিচার্জের ক্ষেত্রে তাদের ১৪৯৫ টাকা নয়, দিতে হবে ১৪৯৪ টাকা। এই মুহূর্তে নতুন এই প্ল্যানটি, 'স্পেশাল ৪জি ডেটা প্যাক', দিল্লি সার্কেলে চালু করা হয়েছে। কয়েকদিনের মধ্যে তা দেশের অন্যত্র চালু হয়ে যাবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। এখানেই শেষ নয়…আরও আছে। নতুন প্ল্যানে ৩০জিবি ডেটা খরচ হয়ে গেলে, বাকি সময়ের জন্য পাওয়া যাবে আনলিমিটেড ২জি সার্ভিস।

আরও দেখুন: রিলায়েন্স জিও কে টেক্কা দিতে BSNL মাত্র 83 পৈসা তে দেবে 1GB ডাটা

আরও দেখুন : ১ টাকায় ৩০০ মিনিট কলিং অফার দিচ্ছে এই সার্ভিস প্রোভাইডর!

Digit NewsDesk

Digit NewsDesk

Digit News Desk writes news stories across a range of topics. Getting you news updates on the latest in the world of tech. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo