এয়ারটেল আর এইচমডি গ্লোবাল নিয়ে এল সস্তার 4G স্মার্টফোন

Updated on 20-Feb-2018
HIGHLIGHTS

4G স্মার্টফোনে নোকিয়া 3 আর নোকিয়া 2 এয়ারটেলের তরফে 2,000 টাকার ক্যাশ ব্যাক অফারের সঙ্গে লঞ্চ হবে, আর এবার নোকিয়া 3 এর দাম 7,499 টাকা আর নোকিয়া 2 এর দাম 4,999 টাকা হবে

দূরসঞ্চার পরিষেবার কোম্পানি এয়ারটেল আর এইচএমডি গ্লোবাল সোমবার ‘মেরা প্যাহলা স্মার্টফোন’ প্রকল্পে নিজেদের প্রথম আর সস্তার 4G স্মার্টফোনের চুক্তির কথা সোমবার জানিয়েছে। 4G স্মার্টফোনে নোকিয়া 3 আর নোকিয়া 2 এয়ারটেলের তরফে 2,000 টাকার ক্যাশ ব্যাক অফারের সঙ্গে লঞ্চ হবে। আর এবার নোকিয়া 3 এর দাম 7,499 টাকা আর নোকিয়া 2 এর দাম 4,999 টাকা হবে। এসে গেল আজকের ফ্লিপকার্টের সেরা কিছু স্মার্টফোন

ভারতী এয়ারটেলের প্রধান অপারেটিং অফিসার (ভারত আর দক্ষিণ এশিয়া) আজ্য পুরি এক জায়গায় বলেছেন যে , “নোকিয়া ডিভাইসের প্রতি গ্রাহকদের আলাদা আকর্ষণ আছে আর আমাদের বিশ্বাস যে এই চুক্তির ফলে গ্রাহকরা কম দামে ভাল পরিষেবা আর একটি ভাল ডিভাইস পাবে”।

দুটি ডিভাইসে এয়ারটেলের 169 টাকার রিচার্জে প্রতিদিন 1GB 4G ডাটা রিচার্জ আর আনলিমিটেড লোকাল আর এসটিডি কলিং এর প্যাকের সঙ্গে পাওয়া যাবে।

গ্রাহকরা  36 মাসের বেশি দুটি কিস্তিতে এই ক্যাশব্যাক পাবেন।

যে সমস্ত গ্রাহকরা 18 মাসে 3,500 টাকার এয়ারটেল প্রিপেড রিচার্জ করাবে তারা 500 টাকার প্রথম ক্যাশব্যাক পাবে।

এভাবে পরবর্তী 18 মাসে 3,500 টাকার এয়ারটেল প্রিপেড রিচার্জ করালে গ্রাহকরা 1500 টাকার দ্বিতীয় ক্যাশব্যাক পাবে।

Connect On :