5G টেকনলজি কে কমার্শিয়াল ভাবে 2019-2020 সাল নাগাদ আনা হবে
পাওয়া খবর অনুসারে Nokia আপাতত Airtel আর BSNL এর সঙ্গে ভারতে 5G নেটওয়ার্ক আনার কথা ভাবছে. ইকনমিক টাইমসের খবর অনুসারে, Nokia 5G নেটওয়ার্ক ভারতে নিয়ে আসার ব্যাপারে Airtel আর BSNL এর সঙ্গে হাত মিলিয়েছে.
Nokia দাবি করেছে যে এই চুক্তিতে ভারতে 5G টেকনলজি আনা হবে. কোম্পানি 5G নেটওয়ার্ক ভারতে আনার জন্য পরিকল্পনাও করেছে. 5G টেকনলজি কে কমার্শিয়াল ভাবে 2019-2020 সাল নাগাদ আনা হবে.
Nokia এর জন্য ভারতে একটি এক্সপেরিয়েনস স্টোরও তৈরি করবে. এই এক্সপেরিয়ান্স স্টোরটি বেঙালুরু তে করা হতে পারে.
সম্প্রতি নোকিয়া ইন্টেলের সঙ্গে 5G নিয়ে একটি পার্টনারশিপ নিয়ে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে জানানো হয়েছিল.এছাড়া রিলায়েন্স জিও স্যামসং এর সঙ্গে 5G ভারতে আনার জন্য এগ্রিমেন্ট করেছিল. ভারত সরকারও ভারতে 5G টেকনলজি আনার জন্য কাজ করছে.